বাসেল চুক্তি (১৪৯৯)
বাসেল চুক্তি বা বাজেল চুক্তি ১৪৯৯ সালের ২২ সেপ্টেম্বর পুরাতন সুইস কনফেডারেশনের অন্তর্গত বাসেল নগরে স্বাক্ষরিত হয়। এটি হলি রোমান সম্রাট ১ম ম্যাক্সিমিলিয়ানের অনুগত সোয়াবিয়ান ও পুরাতন সুইস কনফেডারেশনের মধ্যে সম্পাদিত হয়।[১][২] এই চুক্তির আলোকে পরবর্তীতে একটি সুইজারল্যান্ড স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Oechsli, Wilhelm; Paul, Eden; Paul, Cedar (১৯২২)। "III, Mercenary Campaigns in Italy"। History of Switzerland, 1499-1914 (1922)। Cambridge historical series. Ed. by George Walter Prothero। Cambridge: University Press। পৃষ্ঠা 26। ওসিএলসি 2884964। সংগ্রহের তারিখ নভেম্বর ৬, ২০১০।
- ↑ "Swabian War - Citizendia"। Citizendia encyclopedia। ২০০৯। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৬, ২০১০।