বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয়
বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বালিতে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৫১ সালে। বিদ্যালয়টি বালি এলাকার নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। বিদ্যালয়টির অধীনে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বিদ্যালয়টি প্রধাণত দিবা শাখায় পরিচালিত হয়।
বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৫১ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পশ্চিমবঙ্গ |
বিদ্যালয় জেলা | হাওড়া জেলা |
অনুষদ | বিজ্ঞান, বাণিজ্য |
শ্রেণি | পঞ্চম থেকে দ্বাদশ |
লিঙ্গ | বালক |
শিক্ষার্থী সংখ্যা | ১৪০০+ জন |
ভাষা | বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | ৬ ঘণ্টা |
শ্রেণিকক্ষ | ৩৪ টি |
রং | সাদা এবং নীল |
ক্রীড়া | কুইজ, ফুটবল এবং ক্রিকেট |
তথ্যসূত্র
সম্পাদনা- https://web.archive.org/web/20190616221202/http://schoolspedia.com/website/bally-nischinda-chittaranjan-vidyalaya-howrah
- https://m.facebook.com/pages/category/High-School/Bally-Nischinda-Chittaranjan-Vidyalaya-152949838092603/
- https://www.icbse.com/schools/bally-nischinda-chittaranjan-v-z5wwy4
- http://wbchse.nic.in/admin/school_details.php?hp=6024