বালাকর নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গবিহার রাজ্যের উত্তর দিনাজপুরকিশানগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি সুধানী নদীর পশ্চিমতীরের উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷

বালাকর নদী
অবস্থান
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ, বিহার
জেলাউত্তর দিনাজপুর জেলা, কিশানগঞ্জ জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানআকুয়ার বিবি
মোহনা 
 • অবস্থান
বোচাগড়িদ
নিষ্কাশন 
 • অবস্থানসুধানী নদী

বালাকর নদীটি বিহারের কিশানগঞ্জ থানার মেহেনগাঁও অঞ্চলের আকুয়ার বিবির স্থান থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তিস্থল থেকে নদীটি দক্ষিণ পূর্বমুখী হয়ে হাটোয়ারে এসে উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করেছে। এরপর মনোরা, নিজামপুর, রামকৃষ্ণপুর, চানথোল, মির্জাতপুর প্রভৃৃতি গ্রামপঞ্চায়েত অতিক্রম করে বোচাগড়িদের কাছে এসে সুধানী নদীর সাথে মিলিত হয়েছে। প্রায় সারা বছরই এই নদীতে জল থাকে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা