বালপাকরাম জাতীয় উদ্যান

বালপাকরাম জাতীয় উদ্যান হল ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক)। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জীববৈচিত্র‍্য সমৃদ্ধ এ বনভূমিকে ১৯৮৭ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এই ন্যাশনাল পার্কটির আয়তন ২০০ বর্গ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৩০০০ ফুট উঁচু। এটি জীববৈচিত্র‍্যে সমৃদ্ধ ভারতের অন্যতম গভীর বনভূমি। এ বনে রয়েছে দূর্লভ ও বিলুপ্তপ্রায় নানা ধরনের উদ্ভিদ ও প্রাণীকুল যা পর্যটকদের আকৃষ্ট করে।[১]

বালপাকরাম জাতীয় উদ্যানের গিরিখাত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Balpakram National Park – Mysterious Sanctuary of Meghalaya - wackywanderlust.com (সংগৃহিত: ৯ জানুয়ারি, ২০১৭)"। ৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭