বালকৃষ্ণ হরি চাপেকার
বালকৃষ্ণ হরি চাপেকার (জন্ম:- ১৮৭৩ - মৃত্যু:- ১০ মে ১৮৯৯) একজন ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা শহীদ ছিলেন। দামোদর হরি চাপেকার এবং তাঁর দুই ভাই বালকৃষ্ণ হরি চাপেকার ও বাসুদেব হরি চাপেকার ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ অবদান রেখে গেছেন। এই তিন ভাই বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রভাবিত হয়েছিল। ইতিহাসে তাদের চাপেকার বন্ধু নামে বিশেষ জানা যায়।[১] অত্যাচারী অফিসার র্যান্ড এবং আয়ার্স্টকে হত্যা করার অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছিল। এই তিন ভাইয়ের সঙ্গে ছিল মহাদেব বিনায়ক রানাডে, এবং তাকেও একই মামলায় ফাঁসি দেওয়া হয়।
বালকৃষ্ণ হরি চাপেকার | |
---|---|
জন্ম | ১৮৭৩ মহারাষ্ট্র |
মৃত্যু | ১২ মে ১৮৯৯ যারবেদা জেলে ফাঁসির মঞ্চে |
আন্দোলন | ভারতীয় বিপ্লবী |
জন্ম ও শৈশবসম্পাদনা
বালকৃষ্ণ হরি চাপেকারের জন্ম হয়েছিল ১৮৭৩ সালে মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণবংশীয় পরিবারে। তার পিতার নাম ছিল হরিপন্ত চাপেকার, তিনি কীর্তন করে বেড়াতেন। হরিপন্ত চাপেকার নানা জায়গায় ঘুরে কীর্তন ও পৌরাণিক কোথায় শোনাতেন এবং এই দিয়ে সংসার চালাতেন।