বার্লোর চক্র

ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের ওপর ভর করে সৃষ্ট একটি যন্ত্র

বার্লোর চক্র হচ্ছে সদৃশমেরু - বিশিষ্ট মোটরের গোড়ার দিকের উৎপাদন (early demonstration), যা ইংরেজ গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী পিটার বার্লো১৮২২ সালে পদার্থবিজ্ঞানী ফ্লেমিংএর বাম হস্ত নিয়মের ওপর ভর করে নকশা এবং নির্মাণ করেন।[১]

বার্লোর চক্রের ডায়াগ্রাম

বার্লোর চক্র সম্পাদনা

 

তড়িৎপ্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া বার্লোর চক্রের সাহায্যে দেখানো যায়। এই যন্ত্রে অনেকগুলি লম্বা লম্বা দাঁতবিশিষ্ট তামার পাতের একটি চক্র R (rim) থাকে। চক্রটি অনুভূমিক অক্ষের চারিদিকে ঘুরতে পারে। XY ধাতব দন্ডের সাহায্যে চক্রটি এমনভাবে রাখা হয়, যেন ঘোরার সময় এটার প্রতিটি দাঁত নিচের কাঠের পাটাতনের ওপর সরু লম্বা গর্ত M -এর মধ্যে রাখা পারদ স্পর্শ করে যায়। একটি শক্তিশালী অশ্বখুরাকৃতি চুম্বক (NS) কাঠের পাটাতনের ওপর এমনভাবে রাখা থাকে যেন পারদপূর্ণ গর্তটি চুম্বকের দুই মেরুর মাঝে থাকে। এখন চক্র এবং পারদকে S1 এবং S2 স্ক্রু -এর সাহায্যে যথাক্রমে একটি ব্যাটারির দুই মেরুর সঙ্গে যুক্ত করলে বর্তনীতে তড়িৎপ্রবাহ হবে এবং দেখা যাবে চক্রটি ঘুরছে। ।[২]

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা