বার্নার্ড রবার্ট লুই ফ্রেস (জন্ম আগস্ট ১৯৫৬) [ [১] [২] একজন ফরাসি ধনকুবের ব্যবসায়ী, ২০১৫ সালে $১.৪ বিলিয়ন বার্ষিক রাজস্ব সহ ফরেভা নামে একটি ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানির চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এবং ১০০% এর মালিক।

বার্নার্ড রবার্ট লুই ফ্রেস
জন্ম
বার্নার্ড ফ্রেস

আগস্ট ১৯৫৬ (বয়স ৬৭)
জাতীয়তাফরাসি
পরিচিতির কারণফারেভা-এর ১০০% প্রতিষ্ঠাতা ও মালিক
উপাধিচেয়ারম্যান, ফারেভা

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

ফ্রেসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী আছে।

কর্মজীবন সম্পাদনা

ফ্রেস ১৯৮৫ সালে ফারেভা প্রতিষ্ঠা করেন এবং কোম্পানিটি ২০১৮ সালে ৯,৫০০ জনকে নিয়োগ দেয় [৩] ফারেভা ফ্রান্সের বৃহত্তম চুক্তি উত্পাদন সংস্থা (সিএমও)। [৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ফ্রেস প্যারিসে থাকেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The World's Billionaires: Bernard Fraisse"Forbes। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৭ 
  2. "FAREVA UK LIMITED - Officers (free information from Companies House)" 
  3. Media, Prisma। "Bernard Fraisse (Fareva)"। ২২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "Interview: Bernard Fraisse - President, Fareva, France"