বারমুডা ট্রায়াঙ্গেল-এ ঘটা দুর্ঘটনাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি বারমুডা ট্রায়াঙ্গেল-এ ঘটা দুর্ঘটনাসমূহের তালিকা।

আকাশপথের দুর্ঘটনাসমূহ সম্পাদনা

  • ১৯৪৫: জুলাই ১০, টমাস আর্থার গার্নার, এএমএম৩, ইউএসএন, ১১ জন অন্য সদস্যসহ বারমুডা ট্রায়াঙ্গালে হারিয়ে যান। তারা ৯ জুলাই ১৯৪৫ তারিখ ৭:০৭ মিনিটে ব্যানানা রিভারের নাভাল এয়ার স্টেশন থেকে রওনা দেন। তাদের সর্বশেষ অবস্থান জানা যায় ১০ জুলাই ১৯৪৫ রাত ১:১৬-এ। কিন্তু তারপরে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
  • ১৯৪৫: ডিসেম্বর ৫, ফ্লাইট ১৯ ১৪ জন লোকসহ হাড়িয়ে যায় এবং একই দিনে ১৩ জন লোকসহ ফ্লাইট ১৯কে খুজতে গিয়ে পিবিএম মেরিনার হাড়িয়ে যায়।[১]
  • ১৯৪৮: জানুয়ারি ৩০, আভ্রো টুডোর জি-এএইচএনটি স্টার টাইগার ৬জন সদস্য ও ২৫ জন যাত্রীসহ হারিয়ে যায়।[২]
  • ১৯৪৮:ডিসেম্বর ২৮, ডগলাস ডিসি-৩ এনসিং৬০০২ তিনজন সদস্য ও ৩৬জন যাত্রীসহ হারিয়ে যায়।[৩]
  • ১৯৪৯: জানুয়ারি ১৭, আভ্রো টুডোর জি-এজিআরই স্টার এরিয়েল সাতজন সদস্য ও ১৩জন যাত্রীসহ কিন্ডলে ফিল্ড, বারমুডা থেকে জ্যামাইকার দিকে রওনা দেওয়ার পরে হারিয়ে যায়।[৪]
  • ১৯৫৬: নভেম্বর ৯, মার্টিন মার্লিন ১০জন সদস্যসহ বারমুডা থেকে রওনা দিয়ে হারিয়ে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]
  • ১৯৬২: জানুয়ারি ৮, একটি ইউএসএএফ কেবি-৫০ ৫১-০৪৬৫ হারিয়ে যায়।[৫]

সমুদ্রে ঘটা দুর্ঘটনাসমূহ সম্পাদনা

  • ১৮১৪: ইউএসএস ওয়াসপ ১৪০জন লোকসহ হারিয়ে যায়।[৬]
  • ১৮২৪: ইউএসএস ওয়াইল্ড ক্যাট কিউবা থেকে টম্পকিন্স আইল্যান্ড এর দিকে যাওয়ার সময় ১৪জন লোকসহ হারিয়ে যায়।[৬]

স্থলে ঘটা দুর্ঘটনাসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফ্লাইট ১৯"। ১৩ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭ 
  2. জি-এএইচএনপি
  3. এনসি১৬০০২
  4. জি-এজিআরই
  5. ASN Aircraft accident 08-Jan-1962 Boeing KB-50k superfortress 51-0465
  6. Berlitz, Charles, and J. Manson Valentine. Without a Trace. Garden City, N.Y.: Doubleday, 1977. Print.
  7. "Lighthouses of the Bahamas"। ১৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা