বায়ু বৈষম্য বা বায়ু নতি হল বায়ুমণ্ডলে স্বল্প দূরত্বের মধ্যে বাতাসের গতি বা দিকের তারতম্য। বায়ুমণ্ডল বায়ু বৈষম্য সাধারণত উল্লম্ব বা অনুভূমিক ভাবে দেখা যায়। উল্লম্ব বায়ু বৈষম্যে উচ্চতার পরিবর্তনের সাথে বাতাসের গতি বা দিকের পরিবর্তন হয়। অনুভূমিক বায়ু বৈষম্যে একটি নির্দিষ্ট উচ্চতায় পার্শ্বীয় অবস্থার পরিবর্তনের সাথে বাতাসের গতিতে পরিবর্তন হয়।[]

উচ্চ স্তরে বায়ু বৈষম্যের ফলে সিরাস আনসিনাস তুষার স্ফটিক শিখা দেখা যায় যা বায়ুর গতি এবং দিকের পরিবর্তনের ফলে সৃষ্ট হয়।

তথ্যসূত্র

সম্পাদনা