বায়ুজীববিদ্যা
বায়ুজীববিদ্যা ( গ্রীক ἀήρ, আড় থেকে, " বায়ু "; bi, বায়োস, " লাইফ "; এবং -λογία ,- লজিয়া ) জীববিজ্ঞানের একটি শাখা যা জৈব কণা যেমন ব্যাকটেরিয়া, ছত্রাকের স্পোর, খুব ছোট পোকামাকড়, পরাগরেণু এবং ভাইরাস বিষয়ে আলোচনা করে। এ উয়াপদানগুলো বায়ু দ্বারা পরিবাহিত হয়।[১] বায়ুজীববিদরা স্বভাবগতভাবেই বায়ুতে থাকা পরাগরেণু, ছত্রাকের স্পোর ইত্যাদির পরিমাপ নিয়ে কাজ করে থাকেন যা অ্যালার্জি আক্রান্তদের প্রতি সেবা হিসাবে বর্ণনা করা যায়।
বায়ুবাহিত শৈবালের প্রথম সন্ধান পাওয়া যায় ১৯১০ খ্রিস্টাব্দে, জার্মানিতে।[২]
বায়ুজীববিদ্যা প্রক্রিয়ার মান সম্পর্কে ন্যূনতম প্রয়োজনীয়তার মাত্রা প্রকাশ করা হয় অধিকাংশের সম্মতিক্রমে এক আন্তর্জাতিক মানদণ্ডে।[৩][৪]
আরো দেখুন
সম্পাদনা- Aeroplankton
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Spotlight on: Aerobiology"। The Biologist। Royal Society of Biology। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭।
- ↑ Guadalupe Roy-Ocotla; Jorge Carrera (১৯৯৩)। "Aeroalgae: Responses to some aerobiological questions": 48–56। ডিওআই:10.1080/00173139309436419 ।
- ↑ Galán, C.; Smith, M. (ডিসেম্বর ২০১৪)। "Pollen monitoring: minimum requirements and reproducibility of analysis": 385–395। ডিওআই:10.1007/s10453-014-9335-5।
- ↑ Oteros, J.; Galán, C. (জানুয়ারি ২০১৩)। "Quality control in bio-monitoring networks, Spanish Aerobiology Network": 559–565। ডিওআই:10.1016/j.scitotenv.2012.11.040। পিএমআইডি 23220389।