বায়াতকারী মেঠো ধনেশ

পাখির প্রজাতি

বায়াতকারী মেঠো ধনেশ বা উত্তুরে মেঠো ধনেশ (Bucorvus abyssinicus) মেঠো ধনেশের মধ্যে একটি প্রজাতি।

বায়াতকারী মেঠো ধনেশ
পুরুষ স্যান দিয়েগো চিড়িয়াখানা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
উপপরিবার: Bucorvinae
গণ: Bucorvus
প্রজাতি: B. abyssinicus
দ্বিপদী নাম
Bucorvus abyssinicus
(Boddaert, 1783)

এরা মূলত আফ্রিকান পাখি। বিষুবরেখা থেকে উত্তরে পাওয়া যায়। এরা সাধারণত দিবাচর এবং দলবদ্ধভাবে থাকে। এদের বিচরণক্ষেত্র প্রায় ২ থেকে ১০০ বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত থাকে।

এই প্রজাতির ধনেশ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা প্রধানত মাটিতে নেমে খাদ্য গ্রহণ করে। সরীসৃপ, ব্যাঙ, শামুক, কীট এবং শশকের আকার অবধি সীমাবদ্ধ স্তন্যপায়ী এদের প্রধান খাদ্য। এছাড়াও এরা ফল-মূল, ডুমুর ইত্যাদি খেতেও পছন্দ করে।

বর্ণনা সম্পাদনা

দুটি সবচেয়ে বড় প্রজাতির ধনেশের মধ্যে একটি হল বায়াতকারী মেঠো ধনেশ। অন্যটি হল দক্ষিণী মেঠো ধনেশ। এরা গড়ে প্রধানত ৯০ থেকে ১০০ সেমি (৩৫ থেকে ৩৯ ইঞ্চি) লম্বা এবং ওজন প্রায় ৪ কেজি (৮.৮ পা)। যদিও দক্ষিণী মেঠো ধনেশের থেকে এরা আকারে বড় হয় [১০২ সেমি (৪০ ইঞ্চি)], কিন্তু প্রকাশিত রিপোর্টে বলা হয় যে এই প্রজাতিটি দক্ষিণীর থেকে কিছুটা ছোটো আকারের হয়।[২][৩] জ্ঞাতিভাই দক্ষিণীর মতোই এদেরও উন্মুক্ত লম্বা পা আছে। পুরুষদের লাল রঙের এবং স্ত্রীদের ঘন নীল রঙের কন্ঠথলি আছে। এদের চোখের পাপড়ি খুব লম্বা হয় যা চোখকে ধূলা থেকে বাঁচায়।[৪]

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Bucorvus abyssinicus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Field Guide to the Birds of East Africa: Kenya, Tanzania, Uganda, Rwanda, Burundi by Stevenson & Fanshawe. Elsevier Science (2001), আইএসবিএন ৯৭৮-০৮৫৬৬১০৭৯০
  3. "Birds: Hornbill"। San Diego Zoo। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৩ 
  4. "Abyssinian Ground Hornbill"। The Sacramento Zoological Society। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]