বানো টিভি (টিভি চ্যানেল)

বানো টিভি ( ফার্সি: تلویزیون بانو অনু. নারীদের টেলিভিশন) আফগানিস্তানের বানো মিডিয়া গ্রুপ পরিচালিত কাবুল ভিত্তিক একটি বাণিজ্যিক টেলিভিশন স্টেশন। এটি ২০১৭ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক যাত্রা ও সম্প্রচার শুরু করে।[২] এটি নারীদের জন্য নিবেদিত দেশের প্রথম ভূ-সম্প্রচার টিভি স্টেশনগুলির মধ্যে একটি।

বানো টিভি (নারীদের টেলিভিশন)
تلویزیون بانو
উদ্বোধনজুলাই ২০১৭ [১]
নেটওয়ার্কবানো মিডিয়া গ্রুপ
মালিকানাবানো মিডিয়া গ্রুপ
চিত্রের বিন্যাস১০৮০পি (এইচডিটিভি) ও ৫৭৬ আই (এসডিটিভি)
দেশআফগানিস্তান
ওয়েবসাইটwww.baano.tv

সম্প্রচার পরিধি সম্পাদনা

আফগানিস্তানের কাবুল, পারওয়ান, কাপিসা, লোগার এবং ময়দান ওয়ারদাক প্রদেশে বানো টিভির সম্প্রচার চলে।[৩] ২০১৮ সালের সেপ্টেম্বরে, চ্যানেলটি দুবাই ভিত্তিক আল ইয়াহ স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে তাদের বৈশ্বয়িক সম্প্রচার শুরু করে।[১]

বেতার সেবা সম্পাদনা

বানো মিডিয়া গ্রুপ মহিলাদের জন্য বানো এফএম (ওমেন এফএম) নামে একটি এফএম রেডিও স্টেশন পরিচালনা করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "شبکۀ رادیوتلویزیون "بانو" رسماً به فعالیت آغاز کرد"Pajhwok.com। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৮ 
  2. "رادیو تلویزیون "بانو" نشراتش را در افغانستان آغاز کرد"Da.azadiradio.com। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৮ 
  3. "Bano TV Actual Frequency Info - Internet Satellite Database"iSatDB.com। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৮