বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিট
বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিরীক্ষণ ও পরিবীক্ষনের দায়িত্ব পালন করে।[১]
গঠিত | ২১ আগস্ট ১৯৯০ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | ঢাকা |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | প্রাথমিক শিক্ষা |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
মহাপরিচালক | মোঃ আবু বকর সিদ্দিক |
প্রধান প্রতিষ্ঠান | প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৯০ সালে প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক করণ) আইন পাশ হলে তার যথাযথ মূল্যায়ন ও পরিবীক্ষনের গুরুত্ব বাড়ে। যার জন্য ২১ আগস্ট, ১৯৯০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একই সময়ে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন সেল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ৩১ নভেম্বর, ১৯৯১ সালে এর নাম পরিবর্তন করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিট রাখা হয়।[২][১]
গঠন
সম্পাদনা- মহাপরিচালক: ১ জন
- পরিচালক: ৩ জন
- উপ-পরিচালক: ৭ জন
- সহকারী পরিচালক: ১ জন
সহ মোট ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে এই ইউনিট গঠিত।
আরো দেখুন
সম্পাদনা- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিট"। cpeimu.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক করণ) আইন, ১৯৯০"। bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিট"। cpeimu.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।