বাতি
বাতি এক প্রকার সরঞ্জাম । বাতির ব্যবহার অতি প্রাচীন । সাধারণত বাতি বলতে বুঝায় কুপি , টর্চ লাইট , হ্যারিকেন লন্ঠন, হ্যাজাক । বাতি হল সেই সরঞ্জাম যা অন্ধকার দূর করতে ব্যবহার করা হয় । প্রাচীনকালে আগুনের ব্যবহারের মাধ্যমে বাতির প্রচলন হয় । অতীতে লাইট হাউসের বাতির মাধ্যমে সমুদ্রের জাহাজের দিক নির্দেশনা দেওয়া হত ।
বাতির শ্রেণিবিভাগ
সম্পাদনাতেল বাতি
সম্পাদনাপ্রাচীন কালে যে সকল বাতি খনিজ তেল এবং প্রাণীজ তেলের ধারা ব্যবহার করা হত তা হল । খনিজ তেলের মধ্যে কেরোসিন তেল অন্যতম ।
- কেরোসিন কুপি
- হারিকেন (বাতি)
- মশাল
- হ্যাজাক
এসব বাতির প্রধান জ্বালানী ছিল কেরোসিন তবে কিছু ক্ষেত্রে প্রাণীজ উদ্ভিদ তেল ব্যবহৃত হত।
বৈদ্যুতিক বাতি
সম্পাদনাবিজ্ঞানের উন্নয়নের ফলে বর্তমানে অনেক প্রকার বাতির আবিষ্কার হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক বাতির ব্যাপক ব্যবহার হয় । আধুনিক প্রযুক্তির প্রভাবে বাতির কর্ম ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে ।
- টিউব লাইট
- বিদ্যুৎ সাশ্রয়ই বাতি
- হ্যালোজেন লাইট
- ফ্লুওরসেন্ট লাইট
রাসায়নিক বাতি
সম্পাদনা- স্প্রিট ল্যাম্প
- মোম বাতি
বাতির ব্যবহার
সম্পাদনাঅন্ধকার দূর করণে বাতির ব্যবহার সার্বজনীন । স্থান কাল ভিন্নতার কারণে বাতির বেবহারে ভিন্নতা লক্ষ্য করা যায় ।
গৃহে
সম্পাদনাগৃহে সাধারণত কম আলো প্রদানকারী বাতি ব্যবহার হয় । প্রাচীনকালে গৃহে তেল ধারা চালিত বাতি ব্যবহার করা হত । এর মধ্যে উল্লেখযোগ্য হল কুপি এবং হারিকেন বাতি । বর্তমানে গৃহে বিদ্যুৎ সাশ্রয় বাতি ব্যবহার হয় । বিদ্যুৎ শক্তির একক অনুযায়ী গৃহে ৫০ ওয়াড় এর কম শক্তির বাতি ব্যবহার হয় ।
শিল্প কাঁরখানায়
সম্পাদনাশিল্প কারখানায় অতি উজ্জ্বল আলোর প্রয়োজন হয় তাই এখানে বৈদ্যুতিক বাতি প্রধান উৎস । শিল্প কারখানায় উচ্চ শক্তির বাতি ব্যবহার হয় ।
সঙ্গীত এবং সিনেমায়
সম্পাদনাকিছু ইংরেজি সঙ্গীত ও সিনেমায় বাতি শব্দটির ব্যবহার হয়েছে এছাড়া সিনেমা জগতে লাইট , ক্যামেরা , অ্যাকশন বলে চিত্র ধারণ করা হত । কিছু আঞ্চলিক গানের কথায় বাতি শব্দটি উল্লেখ আছে ।
কম্পিউটারে
সম্পাদনা- কম্পিউটারে মনিটরে এলইডি , এলসিডি বাতি ব্যবহার করা হয় ।
- ল্যাম্প সফটওয়্যার - যাতে অ্যাপাচি , মাইএসকিউএল সমর্থন করে ।
বিজ্ঞানে
সম্পাদনাবিজ্ঞানের প্রভাবে মানুষ বাতির ব্যবহার শিখেছে । বিজ্ঞান বাতির উন্নয়ন করেছে না বাতি বিজ্ঞানের উন্নয়ন করেছে তা নিয়ে গবেষণা করা অর্থহীন তবে বিশ্বাসের সাথে বলা যায় বাতি ও বিজ্ঞান একে অন্যের সাথে ওতপ্রোতও ভাবে জড়িত। [১]
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রকাশক=W.T. Kirkman Lanterns, Inc. "Tubular Oil Lanterns-Freqently Asked Questions"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]