বাঙ্গারা বা বিলক্ষনি (বৈজ্ঞানিক নাম: Tephrosia candida) হচ্ছে টেফ্রোসিয়া গণের একটি উদ্ভিদ। এই গাছ চা, কফি, রাবার, তৈলবীজ গাছের ছায়া হিসাবে ব্যবহৃত হয়। এটি লেবু জাতীয় গাছ যেমন কমলা, মুসাম্বি ইত্যাদি এবং নানা ফলের গাছের চারপাশের বাগানের বেড়া হিসাবেও ব্যবহার করা হয়। জোর হাওয়া আটকানোর জন্য এটি বেড়া হিসেবে লাগানো হয় যাতে বেশি হাওয়া ফলের বাগানের ক্ষতি না করে বা ফল অকালে ঝরে না যায়।

বাঙ্গারা
Tephrosia candida
বাঙ্গারা (টেফ্রেশিয়া ক্যান্ডিডা)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Fabales
পরিবার: Fabaceae
উপপরিবার: Faboideae
গোত্র: Millettieae
গণ: Tephrosia
প্রজাতি: T candida
দ্বিপদী নাম
Tephrosia candida
(Roxb.) DC.

তথ্যসূত্র সম্পাদনা