বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় ০৫টি জোনাল অফিস, ০৪টি সাব-জোনাল অফিস এবং ২৯টি অভিযোগ কেন্দ্রের[] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৯৮৪ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১ এপ্রিল, ১৯৮৬ সালে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি
বাগেরহাট পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৯৮৪; ৪০ বছর আগে (1984)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরপোলঘাট, বাগেরহাট
যে অঞ্চলে
বাগেরহাট জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
সুশান্ত রায়[]
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.bagerhat.gov.bd

ইতিহাস

সম্পাদনা

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। এ সমিতির অধীনে ১১টি উপজেলা, ৮২টি ইউনিয়ন ও ১১৪৪টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর বাগেরহাট জেলার পোলঘাটে অবস্থিত।

জোনাল অফিসসমূহ

সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • ফকিরহাট জোনাল অফিস[]
  • রামপাল জোনাল অফিস[]
  • চিতলমারী জোনাল অফিস[]
  • মোল্লাহাট জোনাল অফিস[]
  • মোরেলগঞ্জ জোনাল অফিস

সাব-জোনাল অফিসসমূহ

সম্পাদনা
  • কচুয়া সাব-জোনাল অফিস
  • রুপসা সাব-জোনাল অফিস
  • মোংলা সাব-জোনাল অফিস
  • শরণখোলা সাব-জোনাল অফিস

গ্রাহক সংখ্যা

সম্পাদনা

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির তিন লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য

সম্পাদনা
  • মোট আয়তন: ২৮৩৪.৬১ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ৮.৯৫% (জুন, ২০২৩ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১৭টি
  • মোট নির্মিত লাইন: ৯৯৯৩.৬৭১ কিলোমিটার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অফিস প্রধান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.bagerhat.gov.bd। ২০২২-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  2. "একনজরে, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.bagerhat.gov.bd। ২০২২-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  3. "ফকিরহাট উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.fakirhat.bagerhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  4. "রামপাল উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.rampal.bagerhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  5. "চিতলমারী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.chitalmari.bagerhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  6. "মোল্লাহাট উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.mollahat.bagerhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮