পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান রাজ্য হওয়ায় এখানে বহু মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। রাজ্যের কৃষকদের প্রায় প্রতি বছর অতি বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতির সম্মুখীন হতে হয়। বাংলা শস্য বীমা যোজনাটি পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগের কারনে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ২০১৯ সালে প্রথম চালু করেছিল।[১][২]

পশ্চিমবঙ্গ ভারতের ভৌগলিক এলাকার মাত্র ২.৭% নিয়ে গঠিত এবং এখানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৮% অবস্থান করে। এই রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ খামার পরিবার রয়েছে, যার মধ্যে ৯৬% হলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এখানে কৃষকদের চাষযোগ্য জমির গড় আয়তন মাত্র ০.৭৭ হেক্টর।[৩]

বৈশিষ্ট্য

সম্পাদনা
  • বাংলা শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বিনামূল্যে কৃষকদের ফসলের বীমা সুবিধা প্রদান করে থাকে। তবে কিছু বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে কৃষকদের সামান্য প্রিমিয়াম দিতে হয়।
  • এই প্রকল্পের অধীনে কোন ফসলের কখন বীমা করতে হবে, তার শেষ তারিখ ইত্যাদি সংক্রান্ত নোটিশ সরকারী পোর্টালের মাধ্যমে জানান হয়ে থাকে বা কৃষকরা স্থানীয় ব্লক কৃষি দপ্তর থেকে জানতে পারবেন।
  • বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসলের চাষাবাদকারী সমস্ত কৃষক, ভাগচাষী এবং ভাড়াটিয়া কৃষক এই বীমা কভারেজের জন্য যোগ্য।
  • এই প্রকল্পটি ২০২৩-২৪ সালের রবি ফসলের সময় থেকে ‘বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্সুরেন্স কোম্পানি’-র সহযোগিতায় পরিচালনা করা হচ্ছে। [৪][৫]

ফসলের তালিকা

সম্পাদনা

এই বীমার অধীনে নিম্ন উল্লিখিত মোট ১৩টি ফসলকে রাখা হয়েছেঃ

  • বোরো ধান
  • গম
  • রবি ভুট্টা
  • গ্রীষ্মকালীন ভুট্টা
  • ছোলা
  • মসুর ডাল
  • মুগ (গ্রীষ্ম)
  • সরিষা
  • তিল (গ্রীষ্ম)
  • চীনাবাদাম (গ্রীষ্ম)
  • আলু
  • আখ
  • খেসারি[৬]

ফসলের ক্ষতি কী ভাবে যাচাই করা হয়

সম্পাদনা

বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করার জন্য স্যাটেলাইট ডেটা, আবহাওয়ার তথ্য এবং গ্রাউন্ড-ট্রুথিং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে ফসলের ঝুঁকির ওপর নির্ভর করে তিন রকমের স্তর ঠিক করা হয়েছে যথাক্রমে উচ্চ, মাঝারি এবং নিম্ন, যার ওপর নির্ভর করে ক্ষতিপূরণের মাত্রা ঠিক করা হয়েছে যথাক্রমে, ৭০%, ৮০% এবং ৯০%। [৭][৮]

বাংলা শস্য বীমার আবেদনের জন্য আবেদনকারীকে স্থানীয় ব্লক কৃষি দপ্তরে যেতে হবে এবং সেখান থেকে ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।[৯]

বহিঃসংযোগ

সম্পাদনা

https://banglashasyabima.net/

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলা শস্য বীমা লিস্ট, স্ট্যাটাস চেক ও ফর্ম"Jojona। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  2. "শস্য বীমা কি, এই বীমা করলে কত টাকা পাওয়া যায়?"News18Bangla। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  3. "Agriculture"West Bengal State Portal। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  4. "Bangla Shasya Bima"Bangla Shasya Bima। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  5. "বাংলা শস্য বীমা লিস্ট, স্ট্যাটাস চেক ও ফর্ম"Jojona। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  6. "Bangla Shasya Bima"Bangla Shasya Bima। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  7. "West Bengal Government Schemes: বাংলার ১১ লাখ কৃষকের ব্যাঙ্কে ঢুকবে ১০২ কোটি! উদ্যোগী নবান্ন"Eisamay। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  8. "বাংলা শস্য বীমা লিস্ট, স্ট্যাটাস চেক ও ফর্ম"Jojona। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪ 
  9. "শস্য বীমা কি, এই বীমা করলে কত টাকা পাওয়া যায়?"News18Bangla। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪