বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশন

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশন হল বাংলাদেশে স্কোয়াশের জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশে স্কোয়াশ র‍্যাকেট খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[] সংসদ সদস্য ফারুক খান বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সভাপতি।[] সোহেল হামিদ বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।[]

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশন
বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের লোগো
গঠিত১৯৭৮
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশন

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশন ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[]

২০১৯ সালের আগস্টে, ফেডারেশনের নির্বাহী সদস্য হেদায়েতুল্লাহ তুরকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেলকে দুর্নীতি ও স্বৈরাচারের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছিলেন।[] তিনি সেক্রেটারির বিরুদ্ধে ৪.৭ মিলিয়ন টাকা আত্মসাতের অভিযোগ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Open squash tournament begins Wednesday"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "Mashrafe gets AL nomination"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  3. "Squash tourney takes off"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  4. Sportimes (ইংরেজি ভাষায়)। A. Ahmad at Pakistan Times Press। ১৯৭৮। পৃষ্ঠা 46। 
  5. "Allegations against Squash federation GS"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  6. "Huge anomaly alleged in Squash Fed"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০