বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশন
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশন হল বাংলাদেশে স্কোয়াশের জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশে স্কোয়াশ র্যাকেট খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[১] সংসদ সদস্য ফারুক খান বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সভাপতি।[২] সোহেল হামিদ বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সেক্রেটারি জেনারেল।[৩]
গঠিত | ১৯৭৮ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশন |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশন ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[৪]
২০১৯ সালের আগস্টে, ফেডারেশনের নির্বাহী সদস্য হেদায়েতুল্লাহ তুরকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেলকে দুর্নীতি ও স্বৈরাচারের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছিলেন।[৫] তিনি সেক্রেটারির বিরুদ্ধে ৪.৭ মিলিয়ন টাকা আত্মসাতের অভিযোগ করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Open squash tournament begins Wednesday"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "Mashrafe gets AL nomination"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "Squash tourney takes off"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ Sportimes (ইংরেজি ভাষায়)। A. Ahmad at Pakistan Times Press। ১৯৭৮। পৃষ্ঠা 46।
- ↑ "Allegations against Squash federation GS"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "Huge anomaly alleged in Squash Fed"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।