বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট বাংলাদেশের একটি প্রাচীন কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়।[২]
ধরন | সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ১৯১৪ |
অধ্যক্ষ | মোঃ মোবারক হোসেন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | 20 |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | 35 |
শিক্ষার্থী | 784 |
অবস্থান | রামমালা, কুমিল্লা , 3500 , ২৩°২৬′৫৬″ উত্তর ৯১°১০′৩০″ পূর্ব / ২৩.৪৪৮৯৭৩° উত্তর ৯১.১৭৪৯৫৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ১৪.১৭ একর (৫.৭৩ হেক্টর)[১] |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | bsi |
পরিচিতি
সম্পাদনাবাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ১৯১৪ সালে প্রতিঠিত হয়। এই প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) চার বছর মেয়াদী একটি কোর্স চালু আছে। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে দুই শিফটে ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সার্ভে কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ সৃষ্টি করা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা এই শিক্ষা গ্রহণ করে দেশের অভ্যন্তরে এই শিক্ষা সংশিষ্ট বিভিন্ন সংস্থায় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দক্ষতার সহিত নিয়োজিত আছে।[২] সার্ভে ডিপ্লোমাধারীরা ২য় শ্রেনী পদের কর্মকর্তায় নিয়োজিত থাকেন।
বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটে বর্তমানে ২ টি টেকনোলজি রয়েছে। সার্ভেয়িং এবং ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট টেকনোলজি রয়েছে। প্রতি টেকনোলজিতে ২ শিফিটে মোট ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। আরো প্রস্তাবিত রয়েছে ৩ টি টেকনোলজি যথাঃ জিওইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং এবং ক্যাডাস্ট্রাল,টপোগ্রাফিক সার্ভেয়িং এন্ড ল্যান্ড ইনফমেনশন টেকনোলজি।
অবকাঠামো
সম্পাদনাপ্রতিষ্ঠানটির শিক্ষাঙ্গনের আয়তন ১৪.১৭ একর। এতে একটি একাডেমিক কাম প্রশাসনিক ভবন, ছাত্রাবাস, হাসপাতাল ভবন, গ্রন্থাগার ও একটি পুকুর রয়েছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রতিষ্ঠান পরিচিতি"। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "কুমিল্লায় জীর্ণ ভবনেই চলছে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট"। প্রতিদিনের সংবাদ। ২৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৩।