বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট
সংস্থা
শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ)[১] হলো একটি গবেষণা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের শিশু এবং মায়ের স্বাস্থ্য খাতে উন্নতি সাধন করে। প্রতিষ্ঠানটি ঢাকার মাতুয়াইলে অবস্থিত।[২] বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত হয়।[৩]
![]() | |
সংক্ষেপে | আইসিএমএইচ |
---|---|
উদ্দেশ্য |
|
সদরদপ্তর | মাতুয়াইল, ঢাকা |
অবস্থান | |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
নির্বাহী পরিচালক | প্রফেসর ড. এম. এ. মান্নান |
প্রধান প্রতিষ্ঠান | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৯৯ সালে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা ব্যয়ের ৪২ শতাংশ বাংলাদেশ সরকার এবং ৫৮ শতাংশ বিশ্বব্যাংক অর্থায়ন করে। এর আনুমানিক ব্যয় ছিল ৬৫৮ মিলিয়ন বাংলাদেশী টাকা।[৪][৫]
মিশন
সম্পাদনা- স্বাস্থ্য ও পুষ্টি খাতে শিশু ও মায়ের অপরিহার্য বিষয়গুলো চিহ্নিত ও ব্যবস্থা করা
ভিশন
সম্পাদনা- শিশু ও মা স্বাস্থ্যরক্ষায় নির্দেশনা ও নেতৃত্ব দেওয়া
- সম্মিলিত সম্প্রদায় এবং হাসপাতাল পরিষেবার আদর্শ তৈরী করা
- প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং নিরাময়মূলক পরিষেবা প্রদান
লক্ষ্য
সম্পাদনাশিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের শিশু ও মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি খাতের অবস্থার উন্নতি করা।
উদ্দেশ্য
সম্পাদনা- প্রয়োজনীয় স্বাস্থ্য এবং পুষ্টি গবেষণা
- মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি)
- রোগীর সেবা ও নিরাময়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Over 13000 children become disable by injuries a year"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০০৫। ২৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭।
- ↑ Rashid, Raffat Binte (১ মে ২০০৭)। "ICMH: Making a difference"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৭।
- ↑ "নিম্ন আয়ের মানুষের আস্থা"। আমার সংবাদ। ২৩ ফেব্রুয়ারি ২০২৩। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- ↑ "Home"। Institute of Child and Mother Health (ইংরেজি ভাষায়)। ২০০৪। ২৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১২।
- ↑ Arnett, Jeffrey Jensen (২০০৬)। International Encyclopedia of Adolescence (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 62। আইএসবিএন 978-1-135-88747-6।