বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট
বাংলাদেশ মেরিন একাডেমী, সিলেট বাংলাদেশের সিলেট অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সিলেট সদর উপজেলার হাটখলা ইউনিয়নের বাদাঘাট এলাকার চেঙ্গেরখাল নদীর তীরবর্তী এলাকায় এই মেরিন একাডেমিটির অবস্থান।[১]
![]() | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০২১ |
অধিভুক্তি | নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ) |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি |
কমান্ড্যান্ট | মেরিন ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির |
অবস্থান | , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ১০ একর পল্লী এলাকা |
সংক্ষিপ্ত নাম | বিএমএ সিলেট |
বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অধিভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২০১২ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২১ সালের ৬ মে এর উদ্বোধন করা হয়।[২][৩][৪]
বিবরণ
সম্পাদনা১০ একর জমির ওপর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, পুকুরসহ ৩৫টি অবকাঠামোতে অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।[২]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনা২০২০ সালের জানুয়ারি মাসে ৫০ জন ক্যাডেট ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারা প্রাথমিকভাবে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এ সাময়িকভাবে সংযুক্ত আছেন।[২] মেরিন ইঞ্জিনিয়ারিং ও নটিক্যাল শাখায় ২৫ জন করে শিক্ষার্থী আছেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিলেট মেরিন একাডেমির উদ্বোধন"। dailynayadiganta.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
- ↑ ক খ গ "সিলেটে মেরিন একাডেমির যাত্রা শুরু"। kmzamin.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
- ↑ "পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমির যাত্রা শুরু"। dailynayadiganta.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
- ↑ "নতুন চার মেরিন একাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
- ↑ "সিলেট মেরিন একাডেমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।