বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হলো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর আওতায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটি বাংলাদেশের আলিয়া স্তরের সব মাদ্রাসাসমূহের শিক্ষকদের একমাত্র প্রশিক্ষণ ইনস্টিটিউট।[১][২]
![]() | |
সংক্ষেপে | BMTTI |
---|---|
গঠিত | ২৮ ডিসেম্বর ১৯৯৫ |
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | চলমান |
উদ্দেশ্য | প্রশিক্ষণ |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
অধ্যক্ষ্য | অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর |
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর | |
প্রধান প্রতিষ্ঠান | শিক্ষা মন্ত্রণালয় |
স্টাফ | ২৭ জন |
ওয়েবসাইট | bmtti |
প্রাক্তন নাম | বিএমটিটিআই |
ইতিহাসসম্পাদনা
এটি ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর মাসে ঢাকা- ময়মনসিংহ রোডের পাশে গাজীপুরের বোর্ড বাজারে প্রতিষ্ঠা লাভ করে। এ ইনস্টিটিউটের মাধ্যমে বিশেষভাবে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ তৈরি করা এবং সাধারণভাবে দেশের স্কুল কলেজ শিক্ষকদের চাকরিপূর্ব ও চাকরি কালীন প্রশিক্ষণ প্রদান করা হয়।[২]
কার্যক্রমসম্পাদনা
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৭৯৫৪ টি এমপিও ভূক্ত মাদরাসায় ১,৫০,৮০০ জন শিক্ষকের মধ্য থেকে বাচাই করে প্রশিক্ষণ দেয়া হয়। এছড়াও ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ৪,৫২৯ জন শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করে।
- এখানে চালু আছে
- বিএমএড প্রশিক্ষণ কোর্স
- বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (দাখিল)
- বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (সিনিয়র)
- প্রশাসনিক প্রশিক্ষণ(সুপার)
- টিকিউআই প্রশিক্ষণ কোর্স
- আইডিবি প্রশিক্ষণ কোর্স
- অন্যান্য প্রশিক্ষণ কোর্স
এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন শিক্ষক তৈরির মাধ্যমে দক্ষ ও মূল্যবোধ সম্পন্ন জাতি উপহার দেয়া।[২]
সাংগঠনিক কাঠামোসম্পাদনা
একজন অধ্যক্ষের অধীন রয়েছে ১জন উপধাক্ষ্য, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষক, সহকারি পরিচালকের অধীন অফিস কর্মকর্তা ও মেডিকেল অফিসার । সব মিলিয়ে এ ধাপে আছেন ৫৫জন। অপর একটি প্রস্তাবনায় অধ্যক্ষের অধীন ৯৩জন আছে।[৩]
লক্ষ্য ও উদ্দেশ্যসম্পাদনা
- বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাববেলায় শিক্ষক তৈর করা।
- মাদ্রাসার শিক্ষকদের গুণগত মান নিশ্চিত করা।
- মাদ্রাসা শশক্ষকদের জন্য চাকুরিকালীন ও চাকুরির পরে যুগোপযোগী প্রশিক্ষণের আয়োজন করা। ইত্যাদি।
সুবিধাসমূহসম্পাদনা
এখানে প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থ আছে।
ভবিষ্যত পরিকল্পনাসম্পাদনা
ভবিষ্যতে দেশের প্রতিটি বিভাগে একটি করে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।
- এছাড়াও
- একটি ভি আই পি হোস্টেল নির্মান
- টিকিউআই ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ
- আইসিটি প্রকল্প চালু করণ
- কোর্স আধুনিকীকরণ প্রকল্প চালু করণ
- অন লাইনে প্রশিক্ষনার্থীদের আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করণ
- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা
- লাইব্রেরীর ডাটাবেইজ চালু করণ। [৪]
প্রকাশনাসম্পাদনা
- প্রশিক্ষণ ম্যানুয়াল(দাখিল)
- প্রশিক্ষণ ম্যানুয়াল(সিনিয়র)
- প্রশিক্ষণ ম্যাবুয়াল(সুপার/অধ্যক্ষ)
- প্রশিক্ষণ ম্যানুয়ালএবতেদায়ী প্রধান()
- প্রশিক্ষণ নির্দেশিকা(সকল কোর্স)
- ৩৫ দিনের কোর্স প্রশিক্ষণ ম্যানুয়াল
সাফল্যসম্পাদনা
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত দাখিল স্তরের বিষয় ভিত্তিক, সিনিয়র মাদরাসা প্রধান, এবং সিপিডি বিষয় ভিত্তিক প্রশিক্ষণের আওতায় সর্বমোট ১২৫০০ (বার হাজার পাঁচশত) প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
চ্যালেঞ্জ সমূহসম্পাদনা
- মানসম্পন্ন ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব
- অপর্যাপ্ত নন-টিচিং জনবল
- অপর্যাপ্ত প্রশিক্ষক
- মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের অভাব
- শিক্ষাউপকরণের অভাব
- পার্শ্ববর্তী কলকারখানার শব্দদূষণ ইত্যাদি।
যোগাযোগসম্পাদনা
ঢাকা- ময়মনসিংহ রোড
বোর্ড বাজার, গাজীপুর।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "শিক্ষা মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। www.moedu.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ ক খ গ "BMTTI - মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-"। www.dme.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ "বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই)"। bmtti.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ "শিক্ষা মন্ত্রণালয়"। www.moedu.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।