বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সরকারের মালিকানাধীন সংস্থা

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট হলো পুলিশ সদস্যদের কল্যাণে বাংলাদেশ পুলিশ কর্তৃক মালিকানাধীন এবং পরিচালিত একটি সংস্থা।[]

ধরনসরকারি
আইনি অবস্থাকল্যাণ সংস্থা
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ পুলিশের দেখভাল করে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে সংস্থাটি পরিচালিত হয়।[] ২০০৬ সালে, সংস্থাটি নিজেদের তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন পুলিশ লাইনে সংগীত অনুষ্ঠান আয়োজন করে।[] বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নানামুখী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত আয় হতে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারবর্গের কল্যাণার্থে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও অন্যান্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।।[]

সংস্থাটি কনকর্ড গ্রুপের সাথে অংশীদারত্বে পুলিশ প্লাজা কনকর্ড একটি উঁচু শপিং মল তৈরি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জুন ২০১৫ তারিখে এই মলের উদ্বোধন করেছিলেন।[] ২০১৫ সালে, ট্রাস্টটি ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি অর্থায়ন করেছিল, যা বাংলাদেশ পুলিশের একটি সোয়াট দলকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল।[]

এই ট্রাস্ট কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মালিক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BB approves Community Bank"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  2. "Police to get banking licence"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  3. Habib, Khalid Bin। "Fame Jodi live in a musical extravaganza"দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  4. "IGP: Sabotage in the name of protests won't be tolerated"ঢাকা ট্রিবিউন। ৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  5. "PM opens 'Police Plaza'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  6. "First cop thriller underway"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা