বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট হলো পুলিশ সদস্যদের কল্যাণে বাংলাদেশ পুলিশ কর্তৃক মালিকানাধীন এবং পরিচালিত একটি সংস্থা।[১]
ধরন | সরকারি |
---|---|
আইনি অবস্থা | কল্যাণ সংস্থা |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ পুলিশের দেখভাল করে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে সংস্থাটি পরিচালিত হয়।[২] ২০০৬ সালে, সংস্থাটি নিজেদের তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন পুলিশ লাইনে সংগীত অনুষ্ঠান আয়োজন করে।[৩] বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট নানামুখী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত আয় হতে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারবর্গের কল্যাণার্থে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও অন্যান্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।।[৪]
সংস্থাটি কনকর্ড গ্রুপের সাথে অংশীদারত্বে পুলিশ প্লাজা কনকর্ড একটি উঁচু শপিং মল তৈরি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জুন ২০১৫ তারিখে এই মলের উদ্বোধন করেছিলেন।[৫] ২০১৫ সালে, ট্রাস্টটি ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি অর্থায়ন করেছিল, যা বাংলাদেশ পুলিশের একটি সোয়াট দলকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BB approves Community Bank"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ "Police to get banking licence"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ Habib, Khalid Bin। "Fame Jodi live in a musical extravaganza"। archive.thedailystar.net। The Daily Star। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ "IGP: Sabotage in the name of protests won't be tolerated"। Dhaka Tribune। ৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ "PM opens 'Police Plaza'"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।
- ↑ "First cop thriller underway"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯।