বাংলাদেশ দূতাবাস, ভিয়েনা

ভিয়েনায় বাংলাদেশের দূতাবাস এবং স্থায়ী মিশন হচ্ছে অস্ট্রিয়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কূটনৈতিক মিশন[১] এটি ভিয়েনার হফযেইলে ৪ সড়কে অবস্থিত। অস্ট্রিয়ায় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত হলেন আবু জাফর[২][৩]

বাংলাদেশ দূতাবাস, ভিয়েনা, অস্ট্রিয়া
মানচিত্র
অবস্থানঅস্ট্রিয়া
ঠিকানাহফযেইলে ৪, ১১৯০ ভিয়েনা
রাষ্ট্রদূতআবু জাফর
ওয়েবসাইটwww.bangladeshembassy.at

ইতিহাস সম্পাদনা

১ নভেম্বর ২০১৪ সালে চালু হওয়া এই দূতাবাস ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশন হিসেবেও কাজ করে। [৪] [৫]

মিশনের নেতারা সম্পাদনা

রাষ্ট্রদূত সম্পাদনা

অন্যান্য কূটনৈতিক কর্মীরা সম্পাদনা

  • মিশনের উপপ্রধান: রাহাত বিন জামান (২০১৭ সাল থেকে)
  • কাউন্সিলর: মালিহা শাহজাহান (২০১৬ সাল থেকে) [১]
  • প্রথম সচিব এবং চ্যান্সেরির প্রধান: মো. তারাজুল ইসলাম (ডিসেম্বর ২০১৯)

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ministry of Foreign Affairs"mofa.gov.bd। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  2. "Bangladesh ambassador presents credentials to Austrian president"bdnews24.com। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  3. "CV of Current Ambassador"embassy.cslinux.com। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  4. বিদেশে আরও ছয় নতুন দূতাবাসBangladesh Pratidin। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  5. পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে বাংলাদেশের অবস্থান জানাতে ভিয়েনা যাচ্ছেন প্রধানমন্ত্রীchannelionline.com। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯