বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা সংক্ষেপে বিইআরসি (অনানুষ্ঠিক বাংলা অর্থ "বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রক সংস্থা") একটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করে এবং ঢাকা,বাংলাদেশ অবস্থিত।[]

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
সংস্থাটির লোগো
গঠিত২০০৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
জালাল আহমেদ
ওয়েবসাইটhttp://www.berc.org.bd/

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশ সরকারের “বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩”-এর মাধ্যমে ১৩ মার্চ, ২০০৩ তারিখে প্রতিষ্ঠিত হয়।[] চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কমিশনের মধ্যে দুই জন সদস্য নিয়োগের মাধ্যমে এই কমিশন ২৭ এপ্রিল ২০০৪ সালে কার্যকর হয়। কমিশনের ১ম চেয়ারম্যান ৪ জুন ২০০৫ সালে নিযুক্ত হন। এই কমিশন বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ করে থাকে। এছাড়া এটি জ্বালানি শিল্পের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে থাকে। শক্তি নিরাপত্তা তহবিল এই সংস্থার অধীনে রয়েছে।

কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

সম্পাদনা
ক্রম নাম পদবি
জালাল আহমেদ চেয়ারম্যান
খালি সদস্য[]
খালি সদস্য[]
খালি সদস্য[]
খালি সদস্য

কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ সুপ্রিম কোর্ট বিচারপতির

পদমর্যাদা, বেতন-ভাতা ও নিরাপত্তা, অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্ত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 251। আইএসবিএন 9781317308775 
  2. "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩" (পিডিএফ)http://bdlaws.minlaw.gov.bd। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "এনার্জি রেগুলেটরি কমিশনে তিন সদস্য নিয়োগ"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৭ 
  4. "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩"। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩