বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী শ্রমিক সংগঠক
(বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল থেকে পুনর্নির্দেশিত)
বাংলােদশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের একটি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন কর্তৃক অনুমোদিত।শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল | |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
---|---|
প্রতিষ্ঠাতা | জিয়াউর রহমান |
সদরদপ্তর | ২৮/১ নয়া পল্টন ঢাকা |
অবস্থান | |
সদস্য | ১৮০,০০০[১] |
সভাপতি | আনোয়ার হোসেন |
সাধারণ সম্পাদক | নুরুল ইসলাম খান নাসিম |
বিজেএসডি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত। আনোয়ার হোসেন ফেডারেশনের সভাপতি এবং নুরুল ইসলাম খান নাসিম সাধারণ সম্পাদক। এর কেন্দ্রীয় অফিস ঢাকার নয়াপল্টনে অবস্থিত।[২]
শ্রমিকদলের তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ C. Docherty, James; van der Velden, Sjaak (২০১২)। Historical Dictionary of Organized Labour। Plymouth: Scarecrow Press। পৃষ্ঠা 316। আইএসবিএন 978-0-8108-6196-1।
- ↑ Trade Unions of the World (6th সংস্করণ)। John Harper Publishing। ২০০৫। আইএসবিএন 0-9543811-5-7।