বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি হল বাংলাদেশের একমাত্র সরকারি বীমা প্রশিক্ষণ ইন্সস্টিটিউট[১] যা দেশের বীমা খাতে জড়িত পেশাদারদের জন্য বীমা প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করে। এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। সরকার কর্তৃক গঠিত একটি বোর্ড একাডেমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। এছাড়াও এটি বাংলাদেশে কিছু সময় পর পর বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করে। উপরন্তু এটি বাংলাদেশের বীমা খাত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কাস্টমাইজড প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্স আয়োজন করে।[২]

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি
সংক্ষেপেBIA
গঠিত১৯৭৩
ধরনপেশাদার বীমা প্রতিষ্ঠান
পেশাগত উপাধি
ABIA
সদরদপ্তর53, Mohakhali Commercial Area
অবস্থান
  • Dhaka-1212
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ বাংলাদেশ
অনুমোদনCII, MII
ওয়েবসাইটbia.gov.bd

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অর্থ মন্ত্রনালয়ের একটি স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Daily Janakantha"। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "২ দিনব্যাপী ইনসিওরেন্স একাডেমির প্রশিক্ষণ কর্মশালা"insurancebd.news। ২০১৯-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৮