বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি
বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি হল বাংলাদেশের একমাত্র সরকারি বীমা প্রশিক্ষণ ইন্সস্টিটিউট[১] যা দেশের বীমা খাতে জড়িত পেশাদারদের জন্য বীমা প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করে। এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। সরকার কর্তৃক গঠিত একটি বোর্ড একাডেমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। এছাড়াও এটি বাংলাদেশে কিছু সময় পর পর বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করে। উপরন্তু এটি বাংলাদেশের বীমা খাত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কাস্টমাইজড প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্স আয়োজন করে।[২]
সংক্ষেপে | BIA |
---|---|
গঠিত | ১৯৭৩ |
ধরন | পেশাদার বীমা প্রতিষ্ঠান |
পেশাগত উপাধি | ABIA |
সদরদপ্তর | 53, Mohakhali Commercial Area |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
সম্পৃক্ত সংগঠন | CII, MII |
ওয়েবসাইট | bia |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অর্থ মন্ত্রনালয়ের একটি স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Daily Janakantha"। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "২ দিনব্যাপী ইনসিওরেন্স একাডেমির প্রশিক্ষণ কর্মশালা"। insurancebd.news। ২০১৯-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৮।