বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত
আন্তর্জাতিক সীমান্ত
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত বলতে এই দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ রেখাকে বুঝায়।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত | |
---|---|
![]() বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত, টেকনাফ | |
বৈশিষ্ট্য | |
সত্ত্বা | ![]() ![]() |
দৈর্ঘ্য | ২৭০ কিলোমিটার (১৭০ মা) |
ইতিহাস |
এই সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত। সীমান্তের মোট দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার (১২০ মাইল)।
বৈশিষ্ট্যসম্পাদনা
এটি মিয়ানমারের সবচেয়ে ছোট সীমান্ত এবং সেই সাথে এটি ভারতের সাথে দীর্ঘ সীমানার ব্যতীত বাংলাদেশের দ্বিতীয় সীমান্ত।
এই সীমান্ত বাংলাদেশ, মিয়ানমার ও ভারত তিন দেশের মিলিত সীমানা বিন্দু থেকে শুরু[১] এবং দক্ষিণ দিক হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। সর্বশেষ অংশ নাফ নদী বরাবর বিস্তৃত।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ তিন দেশের মিলিত সীমানার স্থানাংক বিন্দু হচ্ছে ২১°৫৮′৫৯″ উত্তর ৯২°৩৬′১৪″ পূর্ব / ২১.৯৮২৯৬৬° উত্তর ৯২.৬০৪০১° পূর্ব।