বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক বলতে বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সম্পর্ক কে বোঝায়।
বাংলাদেশ |
সুইজারল্যান্ড |
---|
ইতিহাস
সম্পাদনা১৯৭২ সালের পহেলা মার্চ সুইজারল্যান্ড বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।[১] বাংলাদেশের ঢাকায় সুইজারল্যান্ডের একজন আবাসিক রাষ্ট্রদূত রয়েছে।[২] সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের একজন আবাসিক রাষ্ট্রদূতসহ একটি দূতাবাস রয়েছে।[৩] দুই দেশ ২০১৩ সাল থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়মিত রাজনৈতিক পরামর্শ বিনিময় করে।[১]
সুইস কনফেডারেশনের সভাপতি অ্যালেন বারসেট ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করেন।[৪] সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেটিয়া ঢাকা আর্ট সম্মেলনের অংশীদার।[৫]
অর্থনৈতিক সম্পর্ক
সম্পাদনা২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল্য ছিল ৫৯১.৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। বাংলাদেশে সুইজারল্যান্ডের প্রধান রপ্তানি পণ্য হলো রাসায়নিক, টেক্সটাইল মেশিন এবং ফার্মাসিউটিক্যালস। সুইজারল্যান্ডে বাংলাদেশের রপ্তানির ৯০ শতাংশ তৈরি পোশাক ও বস্ত্র। বাংলাদেশে প্রায় ১০০ টি সুইস কোম্পানি কাজ করছে।[৬][৭] ২০১৬ সালের হিসাবে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশী নাগরিকদের প্রায় ৫৫০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক জমা ছিল।[৮] ২০১৭ সালে বাংলাদেশে সুইস বিনিয়োগ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সুইস সরকার বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রযুক্তিতে সুইস বিনিয়োগকে উৎসাহিত করার পরিকল্পনা করেছে।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Bangladesh, Switzerland relations going from 'strength to strength'"। bdnews24.com। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Switzerland favours improving investment climate in Bangladesh"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Welcome to Permanent Mission of Bangladesh in Geneva"। genevamission.mofa.gov.bd (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Switzerland wants to see peace, economic growth in Bangladesh"। Dhaka Tribune। United News Bangladesh। ৭ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Swiss President arrives Sunday in first Bangladesh trip"। The Daily Observer। ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Bangladesh Switzerland Economic Relations"। eda.admin.ch (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Bangladesh: an attractive spot for Swiss investment"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ Byron, Rejaul Karim; Rahman, Md Fazlur (১ জুলাই ২০১৬)। "Deposits of Bangladeshis Tk 4,423cr"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।
- ↑ "Switzerland for improving investment climate in Bangladesh"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮।