বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত পত্র-পত্রিকা

মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে সামগ্রিকভাবে এবং বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় ভাবে অনেকগুলো পত্র-পত্রিকা এবং ছোট ছোট হ্যান্ডবিল,বুলেটিন ইত্যাদি প্রকাশিত হত। বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যকলাপ, রণাঙ্গনের খবরা খবর, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অঞ্চলে বিজয়ের সংবাদ, শরণার্থী শিবিরের দূর্দশা ইত্যাদি মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরনের তথ্য প্রকাশের মাধ্যমে যোদ্ধা ও সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্যই মূলত এসব পত্রিকা প্রকাশিত হত।

পত্রিকার সংখ্যা ও ধরন সম্পাদনা

মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সময়ে শুধুমাত্র অবরুদ্ধ বাংলাদেশ, মুক্তাঞ্চল ও মুজিবনগর থেকে প্রায় ৬৪ টি পত্রিকার সন্ধান পাওয়া যায়[১]। এগুলোর মধ্যে কিছু কিছু মুদ্রিত হলেও অধিকাংশ ছিল সাইক্লোস্টাইলের (হাতে লেখা)। ২-৩ টি পত্রিকা বাদে বেশির ভাগই ছিল সাপ্তাহিক। তবে যে ভাবেই প্রকাশিত হোক না কেন, সবগুলোর আদর্শ ও উদ্দেশ্যই ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করা[২]

বিতরণ পদ্ধতি সম্পাদনা

এসব পত্রিকা বেশি সংখ্যক প্রকাশিত না হওয়ায় খুব একটা সহজলভ্য ছিল না। তাই এসব পত্রিকাগুলোর এক একটি কপি যোদ্ধা ও জনগণদের কাছে ছিল অনেক মূল্যবান। সাধারণত কিশোর বয়সী ছেলেরাই এসব পত্রিকা বিলি করত। বিলি করার সময় তারা পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে গেলে তৎক্ষনাত তাদের হত্যা করার ঘটনাও অনেক ঘটেছে[২]

পত্রিকাসমূহের বিবরন সম্পাদনা

বিভিন্ন স্থান হতে অনেকগুলো পত্রিকা যুদ্ধের সময় বের হতো। তবে এর কোনটিই নিয়মিত ছিল না। এখানে মুক্তিযুদ্ধকালীণ প্রকাশিত বিভিন্ন পত্রিকাসমূহের সংক্ষিপ্ত বিবরন তুলে ধরা হলো।

নং পত্রিকার নাম সম্পাদক পত্রিকার ধরন প্রথম সংখ্যা শেষ সংখ্যা মোট প্রকাশিত সংখ্যা মূল্য
সাপ্তাহিক জয়বাংলা আবদুল গাফফার চৌধুরী ছাপানো ১১ মে ১৯৭১ ২৪ ডিসেম্বর ১৯৭১ ৩৪ ২৫ পয়সা (১ম দুটি সংখ্যায় ২০ পয়সা)
অগ্রদূত আজিজুল হক হাতে লেখা (সাইক্লোস্টাইল) ৩১ আগস্ট ১৯৭১ ৮ ডিসেম্বর ১৯৭১ ১৫ ২০ পয়সা
জন্মভূমি মোস্তফা আল্লামা ছাপানো জানুয়ারি ১৯৭১ যুদ্ধকালীণ ১৬ ডিসেম্বর ১৯৭১ ৩০ ৩০ পয়সা
জাগ্রত বাংলা এস এ কালাম (বাংগালী) হাতে লেখা ১ এপ্রিল (সাইক্লোস্টাইল) ১ জুন ১৯৭১ --১৬ ডিসেম্বর ১৯৭১ ১২ ৩০ পয়সা
বাংলাদেশ মিজানুর রহমান ছাপানো ৩১ অক্টোবর ১৯৭১ --- ১১ ২৫ পয়সা
বিপ্লবী বাংলাদেশ নুরুল আলম ফরিদ ছাপানো ৪ আগস্ট ১৯৭১ ২৬ ডিসেম্বর ১৯৭১ ১৯ ১৫ পয়সা
মুক্তিযুদ্ধ বেনামে প্রকাশিত ছাপানো জুলাই ১৯৭১ ২৬ ডিসেম্বর ১৯৭১ ২৫ ১০ পয়সা
রণাঙ্গন রণদূত(ছদ্মনাম) ১১ জুলাই ১৯৭১ --- --- ৫০ পয়সা
সাপ্তাহিক বাংলার ডাক দীপক রায় চৌধুরী ছাপানো --- --- --- ---

ছকের তথ্যসমূহের তথ্যসূত্র[১]

এছাড়া আরো আছেঃ-[৩]

  1. অভিযান= সম্পাদক: সিকান্দার আবু জাফর।
  2. বঙ্গবাসী= সম্পাদক: কে এম হোসেন।
  3. স্বদেশ= সম্পাদক: গোলাম সাবদার সিদ্দিকী।
  4. স্বাধীন বাংলা= সম্পাদক: সামছুল আলম দুদু।
  5. সোনার বাংলা= সম্পাদক: সরকার কবীর।
  6. দাবানল= সম্পাদক: মো, জিনাত আলী।
  7. বাংলার মুখ= সম্পাদক: সিদ্দিকুর রহমান আশরাফী।
  8. বাংলার বানী= সম্পাদক: আমির হোসেন।
  9. মুক্তবাংলা= সম্পাদক: আবুল হাসনাত সা আদত খান।
  10. সাপ্তাহিক বাংলা= সম্পাদক: মাইকেল দত্ত
  11. প্রতিনিধি= সম্পাদক: আহমদ ফরিদউদ্দিন।
  12. মুক্তি= সম্পাদক: শরফুদ্দিন আহমেদ(সাইক্লোস্টাইলে ছাপা)।
  13. সংগ্রামী বাংলা= সম্পাদক: আবদুর রহমান সিদ্দিক। প্রধান পৃষ্ঠপোষকঃ ভাসানী
  14. দেশবাংলা= সম্পাদক: ফেরদৌস আহমদ কোরেশী।
  15. আমার দেশ= সম্পাদক: খাজা আহমদ।
  16. সাপ্তাহিক অামোদ (কুমিল্লা) = সম্পাদক: মোহাম্মদ ফজলে রাব্বী

যুদ্ধকালীণ এত ব্যাপক সংখ্যক পত্রপত্রিকার প্রকাশ দেখে বলা যায় যে এইসব পত্র-পত্রিকার প্রকাশনা ছিল স্বতস্ফূর্ত।

বিদেশে বাঙালিদের প্রকাশিত পত্রিকাঃ-[৪]

  1. পরিক্রমা= বাংলাদেশ স্টিয়ারিং কমিটির জন্সংযোগ বিভাগ কর্তৃক ১১ নং গোরিং স্ট্রিট লন্ডন হতে প্রকাশিত একটি অর্ধ-সাপ্তাহিক।
  2. বাংলাদেশ পত্র= বাংলাদেশ লীগ অব আমেরিকা,কলেজ স্টেশন শাখা কর্তৃক মুদ্রিত ও প্রচারিত।
  3. News letter= পূর্ব বাংলার স্বাধীনতার মুখপত্র।
  4. Bangladesh today= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রচার বিভাগ কর্তৃক প্রকাশিত পাক্ষিক।
  5. বাংলাদেশ= বাংলাদেশ লীগ অব আমেরিকার শাখা সংগঠন কর্তৃক মুদ্রিত ও প্রচারিত।
  6. শিখা= বাংলাদেশ লীগ অব আমেরিকা,নিউইয়র্ক শাখা কর্তৃক প্রকাশিত
  7. বাংলাদেশ= বাংলাদেশ সমিতি,কানাডা,টরেন্টো শাখা কর্তৃক প্রকাশিত।
  8. Bangladesh west= বাংলাদেশ লীগ অব আমেরিকা,ক্যালিফোর্নিয়া শাখা।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুনতাসির মামুন। কিশোর মুক্তিযুদ্ধ কোষ। সময় প্রকাশন। আইএসবিএন 984-458-70114-0070-9 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: length (সাহায্য) 
  2. রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে। অনন্যা প্রকাশনী। আইএসবিএন 984-412-033-0 
  3. ডঃ মাহফুজুর রহমান। বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম ও মুক্তিযুদ্ধে চট্টগ্রাম। বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র,চট্টগ্রাম। পৃষ্ঠা পৃ ১৪৮। আইএসবিএন 984-8105-01-8 
  4. এ এস এম সামছুল আরেফিন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আইএসবিএন 984-05-0146-1