বাংলাদেশী ৫০ টাকার নোট

টাকা
(বাংলাদেশ)
মূল্য৫০ ৳
সামনের দিক
নকশানোটে শেখ মুজিবুর রহমানের চিত্র এবং মধ্যে হালকা রঙের ভাষা আন্দোলনের চিত্র বিদ্যমান রয়েছে (২০১৯ ইস্যু) । [১]
পিছের দিক
নকশাজয়নুল আবেদিনের বিখ্যাত মই দেওয়া চিত্র বিদ্যমান (২০১৯ ইস্যু) ।[১]

ইতিহাস

সম্পাদনা

৫০ টাকার নোট ১৯৭৬ সালের ১ মার্চ প্রথম ইস্যু করা হয়। নোটের সম্মুখে তারা মসজিদের চিত্র ও পেছনে চা বাগানের চিত্র ছিল।

১৯৭৯ সালে নোটটি পরিবর্তন করে সাত গম্বুজ মসজিদের চিত্র নিয়ে নোট ইস্যু করা হয়। পেছন দিকে কোন পরিবর্তন করা হয়না।

১৯৮৭ সালের ২৪ আগস্টে নোটের পরিবর্তন করা হয়। নোটে জাতীয় স্মৃতিসৌধের চিত্রযুক্ত নোট ইস্যু করা হয়। পিছনে স্থপতি লুই আই কানের নকশায় আঁকা ঢাকার জাতীয় সংসদ ভবনের চিত্র।

১৯৯৯ সালের ২২ আগস্ট এই নোট ইস্যু করা হয়। নোটের সম্মুখে ছিল জাতীয় সংসদ ভবনের চিত্র এবং পিছনে ছিল বাঘা মসজিদের চিত্র।

২০০৩ সালের ১২ মে নোটের রঙ ঈষৎ পরিবর্তন হয়। তবে চিত্রের পরিবর্তন করা হয়নি।

২০১২ সালের ৭ই মার্চ, নতুন ৫০ টাকার নোট ইস্যু হয়। প্রায় ২.৫ কোটি নোট ছাপানো হয়েছিল, তবে তা ব্যাংক সেদিনই তুলে নেয়। মূলত জয়নুল আবেদিনের নামের বানান ভুলের জন্য এমনটি করা হয়েছিল। [২]

বৈশিষ্ট্য

সম্পাদনা

আরো পড়ুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৫০ টাকা, বাংলাদেশ"en.numista.com 
  2. নিউজ, ব্যাংকিং (২০১৯-১১-২১)। "বাংলাদেশী টাকার সচিত্র ইতিহাস"Banking News Bangladesh :: A Platform for Bankers Community। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯