বঙ্কে চামার ছিলেন একজন স্বাধীনতা কর্মী, তিনি সিপাহী বিদ্রোহ ১৮৫৭ অংশ নেন। তিনি ছিলেন জৌনপুর জনপদের কুচরপুর গ্রাম, মাচালি শাহের বাসিন্দা। সিপাহী বিদ্রোহের পর বাঁঙ্কে চামার ও তার ১৮ জন সহযোগীকে বাঘি (বিদ্রোহী) ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে চামারকে ফাঁসি দেওয়া হয়েছিল।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Narayan, Badri (২০০৬-১১-১৪)। Women Heroes and Dalit Assertion in North India: Culture, Identity and Politics। পৃষ্ঠা 99। আইএসবিএন 9780761935377