বহুরূপী (শিল্পী)

গ্রামীণ লোকশিল্পী

বহুরূপীরা গ্রামীণ লোকশিল্পী যারা বিভিন্ন রকম বেশ ধরে লোকেদের মনোরঞ্জন করে। এদের যারা খুব অদ্ভুত বেশ পরে তাদের বলে "সং" । এদের অনেকে খুব ভাল নট (নৃত্য পারদর্শী)।

নারী বহুরূপী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে ছিনাথ বহুরূপী, চলচ্চিত্রের "বাঘ বাহাদুর", হিন্দী ডোর চলচ্চিত্রের বহুরূপীয়া এই পেশার লোকেদের উদাহরণ।