বসুজ্যেষ্ঠ (সংস্কৃত: बसुज्येष्ठ) বা সুজ্যেষ্ঠ (সংস্কৃত: सुज्येष्ठ; মৎস্য পুরাণ অনুসারে) (রাজত্বকাল ১৩১-১২৪ খ্রিস্টপূর্বাব্দ) শুঙ্গ রাজবংশের তৃতীয় সম্রাট ছিলেন।

বসুজ্যেষ্ঠ
'শুঙ্গ সম্রাট'
রাজত্বখ্রিস্টপূর্ব ১৪১- খ্রিস্টপূর্ব ১৩১
পূর্বসূরিঅগ্নিমিত্র[১]
উত্তরসূরিবসুমিত্র
পিতাঅগ্নিমিত্র[১]

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

বসুজ্যেষ্ঠ ১৩১ খ্রিস্টপূর্বাব্দে পিতা অগ্নিমিত্রের স্থলে সিংহাসন লাভ করেন।[১] বসুজ্যেষ্ঠের রাজত্বকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। মহাকবি কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম কাব্যে বসুজ্যেষ্ঠ সম্বন্ধে উল্লেখ করেছেন। সিন্ধু নদের তিনি ইন্দো-গ্রীক সাম্রাজ্যের সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। তিনি পিতামহ পুষ্যমিত্র শুঙ্গের মত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) Calcutta: University of Calcutta, pp.47-50
বসুজ্যেষ্ঠ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
অগ্নিমিত্র
শুঙ্গ সম্রাট
খ্রিস্টপূর্ব ১৪১- খ্রিস্টপূর্ব ১৩১
উত্তরসূরী
বসুমিত্র