বলেন্দ্রনাথ ঠাকুর

বাঙালি লেখক

বলেন্দ্রনাথ ঠাকুর ( জন্ম- ৬ ই নভেম্বর ১৮৭০, মৃত্যু- ২০ শে আগস্ট ১৮৯৯) কলকাতার ঠাকুর পরিবারের সদস্য সাহিত্যিক ও প্রাবন্ধিক।

বলেন্দ্রনাথ ঠাকুর
বলেন্দ্রনাথ ঠাকুর
বলেন্দ্রনাথ ঠাকুর
জন্ম৬ ই নভেম্বর ১৮৭০
কলকাতা, ঠাকুর পরিবার  ভারত
মৃত্যু২০ শে আগস্ট ১৮৯৯
কলকাতা  ভারত
জাতীয়তাভারত
নাগরিকত্ব ব্রিটিশ ভারত
পেশালেখক
পিতা-মাতা
  • বীরেন্দ্রনাথ ঠাকুর (পিতা)
  • প্রফুল্লময়ী (মাতা)

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

বলেন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ইংরেজি ১৮৭০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের ৬ তারিখে জন্মগ্রহণ করেন। পিতা হলেন বীরেন্দ্রনাথ ঠাকুর ও মাতা প্রফুল্লময়ী। পিতামহ হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন তার কাকা। ১৮৮৬ খ্রিস্টাব্দে হেয়ার স্কুল হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।

সাহিত্য কর্ম সম্পাদনা

বলেন্দ্রনাথ প্রবন্ধ রচনার পাশাপাশি কবিতা রচনা করতেন। তবে বাংলা প্রবন্ধ সাহিত্যে তিনি এক নতুন আদর্শ স্থাপন করে গেছেন। তার প্রবন্ধে কবিত্বের ছোঁয়া পাওয়া যায়। কবিত্বময় গদ্যে সাহিত্য ও ললিতকলা বিষয়ক সমালোচনা গ্রন্থ ' চিত্র ও কাব্য' রচনা করেন। তার কাব্য গ্রন্থ দুটি হল - ' মালবিকা' ও 'শ্রাবণী'। তার লেখা প্রবন্ধ 'ভারতী', 'বালক', 'সাহিত্য' প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হত। বলেন্দ্রনাথ ব্রহ্মসঙ্গীতও রচনা করেছেন । কবিগুরুর সাহিত্যকর্মে তিনি তার কাকাকে সহযোগিতাও করেছেন । তিনি স্বদেশী বস্ত্রের ব্যবসাও তিনি দেখাশোনা করেছেন । ঠাকুর পরিবার ব্রাহ্মসমাজভুক্ত হলেও বলেন্দ্রনাথ জীবনের শেষভাগে আর্যসমাজের সাথে ব্রাহ্মসমাজের মিলনের জন্য বহু চেষ্টা করেছেন।

মৃত্যু সম্পাদনা

স্বল্প আয়ু বলেন্দ্রনাথ মাত্র ২৯ বৎসর বয়সে ১৮৯৯ খ্রিস্টাব্দে র আগস্ট মাসের ২০ তারিখে কলকাতায় প্রয়াত হন।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা