বলী (চলচ্চিত্র)

ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত চলচ্চিত্র

বলী (ইংরেজি শিরোনাম: The Wrestler) হলো ২০২৫ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী থ্রিলারধর্মী নাট্য চলচ্চিত্র। অ্যাপলবক্স ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন পিপলু খান এবং সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন[] এবং পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। ২০২০-২১ অর্থবছরে এটি বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া পার্শ্ব চরিত্রে রয়েছেন একেএম ইতমাম, এঞ্জেল নূর ও প্রিয়ম অর্চি।[] এতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ উঠে এসেছে।[]

বলী
প্রচারণা পোস্টার
বলী: দ্য রেসলার
পরিচালকইকবাল হোসাইন চৌধুরী
প্রযোজকপিপলু খান
রচয়িতাইকবাল হোসাইন চৌধুরী
চিত্রনাট্যকারইকবাল হোসাইন চৌধুরী
কাহিনিকারইকবাল হোসাইন চৌধুরী
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকতুহিন তমিজুল
সম্পাদকঝ্যারল মেন্ডজা
মাজহার রনি
প্রযোজনা
কোম্পানি
অ্যাপলবক্স ফিল্মস
মুক্তি
  • ৭ ফেব্রুয়ারি ২০২৫ (2025-02-07)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

২০২২ সালে চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে সিনেমাটির শুটিং শুরু হয় । ২০২৪ সালের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় এবং ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][]

২০২৩ সালের ৭ই অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং উৎসবের সমাপনী দিনে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার অর্জন করে।[] ৯৭তম অস্কারে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য নির্বাচিত করা হয়।[][]

অভিনয়শিল্পী

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

২০১৪ সালে বলী চলচ্চিত্রের চিত্রনাট্যের প্রথম খসড়া লেখা হয়। পরিচালক ৪০ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু শুটিংয়ের পূর্বে মূল অভিনেতা সরে যাওয়ায় তখন এটি নির্মাণ করা হয়নি।[] পরবর্তীকালে ২০২১ সালে এটি বাংলাদেশ সরকারের অনুদান পায় এবং পিপলু আর. খানের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপলবক্স ফিল্মস এর সাথে যুক্ত হয়।[] লম্বা সময় নিয়ে অভিনয়শিল্পীদের অডিশন নেওয়া হয়। এই চলচ্চিত্রে চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন অভিনয়শিল্পী কাজ করেছেন।[১০] অভিনয়শিল্পীদের বলীখেলা শেখানোর জন্য কুতুবদিয়া থেকে দুজন বলী খুঁজে আনা হয়।[] ২০২২ সালের এপ্রিল ও মে মাসে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করা হয়।[১০] শুটিং সমাপ্ত হলে নির্মাণোত্তর কাজ হয় কানাডায়[]

মুক্তি

সম্পাদনা

২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১১][১২]

প্রদর্শনী

সম্পাদনা

২০২৩ সালের ৭ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হওয়া ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে প্রদর্শিত হয়।[১৩] এছাড়া সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[১৪]

পুরস্কার

সম্পাদনা
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • নিউ কারেন্টস - বলী[১৫]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নিউজ, সময়। "কানাডায় মুক্তি পাচ্ছে 'বলী' | বিনোদন"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  2. হক, জনি (১৩ অক্টোবর ২০২৩)। "বাংলাদেশের 'বলী'র বুসান জয়"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  3. bdnews24.com। "'বলী' দেশে মুক্তি পাচ্ছে শুক্রবার"‘বলী’ দেশে মুক্তি পাচ্ছে শুক্রবার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  4. শাহ, লেখা: মোশাররফ; বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। "'বিদেশ যেতে আইইএলটিএস আর বলী সিনেমায় লেগেছে সিএলটিএস'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  5. "এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বলী'"dhakapost। ২০২৫-০২-০৩। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  6. "বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে বাংলাদেশের 'বলী'"দৈনিক প্রথম আলো। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  7. SAMAKAL। "দেশে মুক্তি না পেয়েও অস্কারে যাচ্ছে বাংলাদেশের 'বলী'"দেশে মুক্তি না পেয়েও অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বলী’ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  8. "দেশে মুক্তি না পেয়েও অস্কারে যাচ্ছে 'বলী'!"Bangla Tribune। ২০২৪-১০-০২। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  9. "শক্তি আর কৌশলের খেলার চেয়ে বেশি কিছু 'বলী'"দৈনিক প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  10. "বুসানে পুরস্কার জিতেছে বাংলাদেশের 'বলী'"দৈনিক ইত্তেফাক। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  11. SAMAKAL। "দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল থেকে 'বলী'"দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল থেকে ‘বলী’ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  12. "৮ হলে মুক্তি পেল 'বলী'"। ২০২৫-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  13. অনলাইন, চ্যানেল আই (২০২৫-০২-১৮)। "বুধবার টিএসসিতে 'বলী' 'প্রিয় মালতী'সহ চার ছবি"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  14. "৭ ফেব্রুয়ারি দেশের পর্দায় 'বলী, দ্য রেসলার'"Independent Television। সংগ্রহের তারিখ ২০২৫-০২-২০ 
  15. "বুসান উৎসবে পুরস্কার পেল বাংলাদেশের 'বলী'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা