বলী ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র। অ্যাপলবক্স ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন পিপলু আর. খান। ২০২০-২১ অর্থবছরে এটি বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন একেএম ইতমাম, এঞ্জেল নূর ও প্রিয়ম অর্চি।[১]

বলী
পরিচালকইকবাল হোসাইন চৌধুরী
প্রযোজকপিপলু আর. খান
রচয়িতাইকবাল হোসাইন চৌধুরী
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকতুহিন তমিজুল
সম্পাদকঝ্যারল মেন্ডজা
মাজহার রনি
প্রযোজনা
কোম্পানি
অ্যাপলবক্স ফিল্মস
মুক্তি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

২০২৩ সালের ৭ই অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং উৎসবের সমাপনী দিনে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার অর্জন করে।[২]

অভিনয়শিল্পীদল

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

২০১৪ সালে বলী চলচ্চিত্রের চিত্রনাট্যের প্রথম খসড়া লেখা হয়। পরিচালক ৪০ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু শুটিংয়ের পূর্বে মূল অভিনেতা সড়ে যাওয়ার তখন এটি নির্মাণ করা হয়নি।[৩] পরবর্তীকালে ২০২১ সালে এটি বাংলাদেশ সরকারের অনুদান পায় এবং পিপলু আর. খানের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপলবক্স ফিল্মস এর সাথে যুক্ত হয়।[৩] লম্বা সময় নিয়ে অভিনয়শিল্পীদের অডিশন নেওয়া হয়। এই চলচ্চিত্রে চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন অভিনয়শিল্পী কাজ করেছেন।[৪] অভিনয়শিল্পীদের বলীখেলা শেখানোর জন্য কুতুবদিয়া থেকে দুজন বলী খুঁজে আনা হয়।[৩] ২০২২ সালের এপ্রিল ও মে মাসে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করা হয়।[৪] শুটিং সমাপ্ত হলে নির্মাণোত্তর কাজ হয় কানাডায়[৩]

পুরস্কার

সম্পাদনা
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • নিউ কারেন্টস - বলী[৫]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হক, জনি (১৩ অক্টোবর ২০২৩)। "বাংলাদেশের 'বলী'র বুসান জয়"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  2. "বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে বাংলাদেশের 'বলী'"দৈনিক প্রথম আলো। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  3. "শক্তি আর কৌশলের খেলার চেয়ে বেশি কিছু 'বলী'"দৈনিক প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  4. "বুসানে পুরস্কার জিতেছে বাংলাদেশের 'বলী'"দৈনিক ইত্তেফাক। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 
  5. "বুসান উৎসবে পুরস্কার পেল বাংলাদেশের 'বলী'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা
  • বাংলা মুভি ডেটাবেজে বলী