বলিভীয় ফুটবল ফেডারেশন
বলিভিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(বলিভিয়ান ফুটবল ফেডারেশন থেকে পুনর্নির্দেশিত)
বলিভীয় ফুটবল ফেডারেশন (স্থানীয়ভাবে: [feðeɾaˈsjom boliˈβjana ðe ˈfutβol], স্পেনীয়: Federación Boliviana de Fútbol, ইংরেজি: Bolivian Football Federation; এছাড়াও সংক্ষেপে বিএফএফ নামে পরিচিত) হচ্ছে বলিভিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বলিভিয়ার রাজধানী কোচাবাম্বায় অবস্থিত।
কনমেবল | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৫[১] |
সদর দপ্তর | কোচাবাম্বা, বলিভিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯২৬[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯২৬ |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি বলিভিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বলিভীয় প্রথম বিভাগ, কোপা সিমন বলিভার এবং বলিভীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।
কর্মকর্তা
সম্পাদনা- ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | |
সহ-সভাপতি | |
সাধারণ সম্পাদক | |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ওয়ালতার দিয়াস |
প্রযুক্তিগত পরিচালক | ক্রিস্টিয়ান কিরোগা |
ফুটসাল সমন্বয়কারী | এরোল মেন্দোসা দুরান |
জাতীয় দলের কোচ (পুরুষ) | সেসার ফারিয়াস |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী | হুয়ান কার্লোস লুগোনেস আন্তেসানা |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে বলিভীয় ফুটবল ফেডারেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়)
- ফিফা-এ বলিভীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)