বলাকা সিনেওয়ার্ল্ড
বলাকা বা বলাকা সিনেমা হল (আনুষ্ঠানিক নাম বলাকা সিনেওয়ার্ল্ড) বাংলাদেশের ঢাকা নিউ মার্কেটে অবস্থিত একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ।[১] দেশের অন্যতম প্রাচীন সিনেমা হল বলাকা সিনেওয়ার্ল্ড কোভিড-১৯ মহামারীর জন্য ২০ মার্চ ২০২০ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল,[২] যা ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে পুনরায় চালু করা হয়।
পূর্ণ নাম | বলাকা সিনেওয়ার্ল্ড |
---|---|
ঠিকানা | নিউ মার্কেট, মিরপুর সড়ক ঢাকা বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৪′০০″ উত্তর ৯০°২৩′০৬″ পূর্ব / ২৩.৭৩৩৪১৪৯° উত্তর ৯০.৩৮৫১১৮৯° পূর্ব |
মালিক | হাসান মুভিজ লিমিটেড |
ধরন | চলচ্চিত্র প্রেক্ষাগৃহ |
ধারণক্ষমতা | ১০১১ |
পর্দা | ১ |
নির্মাণ | |
চালু | ২৭ আগস্ট ১৯৫১ |
বন্ধ | ২০ মার্চ ২০২০ |
পুনঃচালু | ২৯ সেপ্টেম্বর ২০২২ |
ইতিহাস
সম্পাদনাবলাকা সিনেওয়ার্ল্ড পাকিস্তান অধিরাজ্য প্রতিষ্ঠার পাঁচ বছর পর ১৯৫১ সালের ২৭ আগস্ট তারিখে পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় এম এ হাসান[২] দ্বারা প্রতিষ্ঠিত হয়।[৩] ১৯৭০-এর দশকে হাসানের মৃত্যুর পর, প্রেক্ষাগৃহটি তার উত্তরাধিকারীদের দ্বারা মালিকানাধীন ছিল এবং তাদের দ্বারা পরিচালিত হত।[২] ১৯৮৫ সালে বলাকা সিনেওয়ার্ল্ডের একটি শাখা বলাকা-২ প্রতিষ্ঠিত হয়। বলাকাকে ২০০১ সালে প্রথম আধুনিকীকরণ করা হয়। ২০১৫ সালে গ্রাহকের অভাবে দ্বিতীয় বলাকা বন্ধ হয়ে যায়। দেশে প্রথম বলাকা সিনেওয়ার্ল্ডে ডিজিটাল টিউনিং ব্যবস্থা চালু হয়।[৪] ৭ নভেম্বর ২০১৯-এ হাসান মুভিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান আলী ইমামের মৃত্যুর পর, সিনেমা হলের মালিকানা নিয়ে তার দুই স্ত্রী ও সন্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এমন পরিস্থিতিতে ইমামের মেয়ের জামাতা মোহাম্মদ হোসেনকে সিনেমা হল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বলাকা সিনেওয়ার্ল্ড কোভিড-১৯ মহামারীর কারণে ২০ মার্চ ২০২০ সালে বন্ধ হয়ে যায়। লকডাউনের সময় ৳৩০ লাখ আর্থিক ক্ষতি ও প্রেক্ষাগৃহের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার কারণে বলাকা চালু করা যায়নি।[২]
বৈশিষ্ট্য
সম্পাদনাচলচ্চিত্র প্রেক্ষাগৃহটিতে বর্তমানে ১০১১টি আসন রয়েছে।[৫] এখানে প্রতিদিন চারটি শো অনুষ্ঠিত হয়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৬২ বছরে পদার্পণ করল বলাকা সিনেওয়ার্ল্ড"। দৈনিক ইনকিলাব। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ ক খ গ ঘ "অভ্যন্তরীণ দ্বন্দ্বের বলি বলাকা"। সারাবাংলা.নেট। ২৮ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ "৬৫ বছরে বলাকা সিনেওয়ার্ল্ড"। বাংলা ট্রিবিউন। ২৮ আগস্ট ২০১৬। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ ক খ আফিন, সুহাদা (৩ সেপ্টেম্বর ২০১৬)। "এখনো দর্শক ধরে রেখেছে বলাকা সিনেমা হল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- ↑ "সংস্কার হচ্ছে বলাকা সিনেমা হল"। চ্যানেল আই। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।