বলশায়া উসুরকা

রাশিয়ার নদী

বলশায়া উসুরকা ( রুশ: Большая Уссурка , আক্ষরিক অর্থে: "গ্রেট উসুরি") প্রাইমারস্কি ক্রাইয়ের রাশিয়ান সুদূর পূর্বের একটি নদী। এটি উসুরির একটি ডান শাখা নদী যা এটি ডালনেরেচেনসকের কাছে মিলিত হয়।

বলশায়া উসুরকা
অবস্থান
দেশরাশিয়া
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনাউসুরি নদী
 • স্থানাঙ্ক
৪৫°৫৮′২৪″ উত্তর ১৩৩°৪০′২৮″ পূর্ব / ৪৫.৯৭৩৩৩° উত্তর ১৩৩.৬৭৪৪৪° পূর্ব / 45.97333; 133.67444
দৈর্ঘ্য৫৬০ কিমি (৩৫০ মা)
অববাহিকার আকার২২,৩০০ কিমি (৮,৬০০ মা)
অববাহিকার বৈশিষ্ট্য
ক্রমবৃদ্ধিটেমপ্লেট:RUssuri

বলশায়া উসুরকার নিকাশী অববাহিকার ক্ষেত্রফল প্রায় ২৯,৬০০ বর্গকিলোমিটার (১১,৪০০ মা) । এটি ৪৪০ কিলোমিটার (২৭০ মা) দীর্ঘ।

বলশায়া উসুরকার প্রধান উপনদী নদী হয় ম্যালিনভকা, মারেভকা, নওমোভকা এবং আরমু

তথ্যসূত্র সম্পাদনা