বরাহ অবতার:- সৃষ্টি কর্তা ব্রম্মার নির্দেশে স্বায়ম্ভুব মনুর তিন কন্যা শ্রদ্ধা সৃষ্টিতে ব্রতী হলেন।কিন্তু আরো সৃষ্টি চাই। ব্রম্মা মনুকে আরও সৃষ্টির আদেশ করলে মনু বলিলেন - হে পিতা প্রলয় সলিলে ত্রিভুবন জলে মগ্ন হলে জীব কোথায় গিয়ে ঠাঁই নেবে? ব্রম্মা ভাবলেন তাই তো ধরিত্রীকে উদ্ধার করার একটা উপায় বের করতে হয়। তখন শ্রীহরি তার নাসারন্ধ্র থেকে এক বরাহ মূর্তির আবির্ভাব করলেন সেই বরাহ দেখতে দেখতে মহা আকার ধারন করলেন,তিনি প্রচন্ড গর্জন করে উঠলেন। ধরিত্রীর সন্ধানে জলে ডুব দিলেন।ঘ্রানের সাহায্যে তাকে অবলীলায় নিজের দাঁতের অগ্রভাগ দ্বারা জল থেকে তুলে ধরলেন ধরনীকে।