বনগ্রাম উচ্চ বিদ্যালয়
বনগ্রাম উচ্চ বিদ্যালয় বা বনগাঁ হাইস্কুল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার, বনগাঁ শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়।[১] বিদ্যালয়টি বনগাঁ শহর ও বনগাঁ মহকুমার প্রাচীনতম উচ্চ বিদ্যালয়। এটি ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয় [২] এবং দীনবন্ধু মহাবিদ্যালয়-এর জন্মভূমি হিসেবে কাজ করেছে [৩] যা বনগাঁ শহরের একমাত্র ডিগ্রি কলেজ।
বনগাঁ উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | উচ্চ মাধ্যমিক |
প্রতিষ্ঠাকাল | ১৮৬৪ |
প্রধান শিক্ষক | অরুপ কুমার সিনা |
লিঙ্গ | বালক |
রং | নীল, সাদা |
বিদ্যালয়টিতে মাধ্যমিক শিক্ষা জন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ [১] এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যদ অনুমোদন রয়েছে। [৪]
পথের পাঁচালির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন বিদ্যালয়ের বিখ্যাত কৃতিদের মধ্যে একজন। [৫] তার পরে বিদ্যালয়টির গ্রহণ্থাগারের নামকরণ করা হয় তার নামে।[২]
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি বনগাঁ শহরের কোর্ট রোডে বনগাঁ মহুকমা আদালতের পাশে অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ West Bengal Board of Secondary Education affiliated schools, North 24 Pgs. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ এপ্রিল ২০১৯ তারিখে wbbse.org Retrieved 5 June 2013
- ↑ ক খ About Our Schoolbongaonhighschool.org. Retrieved 5 June 2013 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুন ২০১৩ তারিখে
- ↑ Dinabandhu Mahavidyalay History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১২ তারিখে dinabandhumahavidyalaya.org Retrieved 5 June 2013
- ↑ West Bengal Council of Higher Secondary Education[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Official website of WBCHSE. Retrieved 27 July 2012
- ↑ Bibhutibhushan Bandopadhyay iloveindia.com. Retrieved 19 May 2013