বদরপুর রেলওয়ে টাউন
বরদপুর রেলওয়ে টাউন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার একটি শহর। পাশাপাশি বদরপুর টাউন এবং বরদপুর রেলওয়ে টাউন একই সময়ে বরদপুর নগরীয় এলাকা রূপে গঠিত হয়, এই জেলায় দুটি একটি নগর এলাকা উল্লেখযোগ্য।[১]
বরদপুর জংশন | |
---|---|
শহর | |
Location in Assam, India | |
স্থানাঙ্ক: ২৪°৫১′৪৪″ উত্তর ৯২°৩৩′৩৪″ পূর্ব / ২৪.৮৬২২২° উত্তর ৯২.৫৫৯৪৪° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | আসাম |
জেলা | করিমগঞ্জ |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৯,৯৪০ |
ভাষা | |
• সরকারি | বাংলা |
সময় অঞ্চল | আই.এস.টি (ইউটিসি+৫:৩০) |
যানবাহন নিবন্ধন | AS |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪°৫১′৪৪″ উত্তর ৯২°৩৩′৩৪″ পূর্ব / ২৪.৮৬২২২° উত্তর ৯২.৫৫৯৪৪° পূর্ব।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে বরদপুর রেলওয়ে টাউনের জনসংখ্যা হল ৯,৯৪০ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%। বদরপুর শহরের গড় সাক্ষরতার হার ৮৪%, সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বদরপুরের সাক্ষরতার হার বেশি। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৫৩% এবং নারীদের মধ্যে সাক্ষরতার হার ৪৭%। এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী। বদরপুর রেলওয়ে টাউনের জনসংখ্যার বেশিরভাগই পূর্ববাংলা (বাংলাদেশ) থেকে এসেছিল যারা বিভক্তর সময় এবং পরে স্থানান্তরিত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Badarpur Railway Town - Assams.Info"। www.assams.info। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮।
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।