বড়পেটা রোড রেলওয়ে স্টেশন
বড়পেটা রোড রেলওয়ে স্টেশন হল আসামের বড়পেটা জেলার একটি প্রধান রেলওয়ে স্টেশন। এটি বড়পেটা রোড শহরে পরিষেবা প্রদান করে। স্টেশনটি ২টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত।[১] রেল স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়॥[২]
বড়পেটা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | মিশন রোড, স্টেশন রোড, বড়পেটা রোড বড়পেটা, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৬°৩০′০৭″ উত্তর ৯০°৫৭′৫৩″ পূর্ব / ২৬.৫০২০° উত্তর ৯০.৯৬৪৭° পূর্ব |
উচ্চতা | ৪৯ মিটার (১৬১ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ৩ |
সংযোগসমূহ | অটো স্ট্যান্ড |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | নাই |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | BPRD |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | রাঙ্গিয়া রেলওয়ে বিভাগ |
বৈদ্যুতীকরণ | কাজ চলছে |
অবস্থান | |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BPRD/Barpeta Road"। India Rail Info।
- ↑ "BARPETA ROAD WEB DEVELOPMENT FIRM"। ২০২০-০৯-২৯। ২০২০-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৭।