বড়গাছিয়া

ভারতের পশ্চিমবঙ্গের একটি জনগণনা নগর

বড়গাছিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার জগৎবল্লভপুর সমষ্টি উন্নয়ন ব্লকের একটি জনগণনা নগর[১] এটি রাজধানী কলকাতা থেকে ১৫ কিমি দূরে অবস্থিত। নিকটতম শহরগুলো হলো জগৎবল্লভপুর, ডোমজুড়, পন্তিহাল, গড়বালিয়া এবং মুন্সিরহাট

বড়গাছিয়া
জনগণনা নগর
বড়গাছিয়া সন্ধ্যা বাজার
বড়গাছিয়া সন্ধ্যা বাজার
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাহাওড়া
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৮৭২
ভাষা
 • প্রাতিষ্ঠানিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনডব্লিউবি
ওয়েবসাইটhowrah.gov.in
কালী মন্দির (পাঁতিহাল মহেশতলা বারোয়ারী), বড়গাছিয়া, হাওড়া।

পরিবহন সম্পাদনা

 
আমতা সড়ক (রাজ্য সড়ক ১৫ এর অংশ), বড়গাছিয়া।
 
মন্ডলা রোড, পাঁতিহাল, বড়গাছিয়া।

আমতা সড়ক (রাজ্য সড়ক ১৫ এর অংশ) হলো শহরের প্রাণকেন্দ্র। বড়গাছিয়া–জগৎবল্লভপুর সড়কও এখান থেকে শুরু হয়।

বাস সম্পাদনা

সরকারি বাস সম্পাদনা

সর্বজনীন বাস সম্পাদনা

ছোট বাস সম্পাদনা

সংখ্যা ছাড়া বাস চলাচলের রাস্তা সম্পাদনা

ট্রেন সম্পাদনা

বড়গাছিয়া রেলওয়ে স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ে এলাকার খড়গপুর রেলওয়ে বিভাগের অধীনে সাঁতরাগাছি–আমতা শাখা রেলপথের বড়গাছিয়াতে অবস্থিত।[২]

ব্যাঙ্ক সম্পাদনা

বড়গাছিয়া শহরে আইডিবিআই ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্কের মতো বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্কইউকো ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্কও রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District-wise list of stautory towns"। Census Commission of India। ২০০৯-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৮ 
  2. Pradhan, Avradip। "Bargachia Railway Station Map/Atlas SER/South Eastern Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪