বজলে আহমদ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নবাদী, যিনি ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্রের সদস্য। ১৯৬০ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি ইউটিইউসি (লেনিন সরণি) -অধিভুক্ত সাহেবগঞ্জ লুপ রেল শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ১৯৬৭-১৯৭২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুরারাই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন।[২] ১৯৬৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, তিনি ১৪,৯৪৪ ভোট (৪১.৩৭%) পেয়েছিলেন।[৩] ১৯৬৯ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, তিনি ২২,৭৬৬ ভোট (৫৪.১৪%) পেয়েছিলেন।[৪] একজন বিধায়ক হিসেবে তিনি রাজ্য সরকারকে তার নির্বাচনী এলাকায় একটি তৃতীয় শিক্ষার সুবিধা স্থাপন করতে রাজি করাতে সক্ষম হন, যার ফলে কবি নজরুল কলেজের ভিত্তি হয়।[৫] ১৯৭১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, তিনি ১৬,৩১০ ভোট (৫৩.৭৩%) পেয়েছিলেন।[৬] বজলে আহমেদ ১৯৭২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুরারাই আসন থেকে হেরে যান, ১১,৬২৭ ভোট (২৯.৪৯%) নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।[৭]

বজলে আহমেদ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন এবং ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুরারাই নির্বাচনে ১৬,৭৫৫ ভোট (৩৪.৭৩%) পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।[৮] তিনি অন্যদের মধ্যে, এসইউসিআই পার্টির সাবেক কমরেড এবং সাহেবগঞ্জ লুপ রেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জিয়াদ বক্সির মুখোমুখি হন।[১][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. West Bengal (India). Dept. of Labour (১৯৬৭)। Labour Gazette। পৃষ্ঠা 401। 
  2. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952-1991। The Committee। পৃষ্ঠা 419। 
  3. Election Commission of India. West Bengal 1967
  4. Election Commission of India. West Bengal 1969
  5. Kabi Nazrul College. College History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে
  6. Election Commission of India. West Bengal 1971
  7. Election Commission of India. West Bengal 1972
  8. Election Commission of India. West Bengal 1977