বজলুর রহমান (সাঁতারু)
বাংলাদেশী সাঁতারু
বজলুর মোহাম্মদ রহমান (জন্ম ১৭ অক্টোবর ১৯৫৯) একজন বাংলাদেশি সাঁতারু। তার পিতা আজাহার উদ্দিন হাওলাদার পাকিস্তান মিলিটারিতে কর্মরত ছিলেন। মাতা শামসুন্নহার গৃহিনী। দুই ভাই দুই বোনের মধ্যে বজলুর রহমান চতুর্থ। তিনি সাংগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন রাজাপুর ডিগ্রি কলেজ এইচ এস সি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রি অর্জন। পরে বাংলাদেশ নৌ বাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার পদে যোগ দেন। তিনি বিমান বাহিনী ক্রীড়া পরিষদের সচিবও ছিলেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | সাংগর, রাজাপুর, ঝালকাঠি | ১৭ অক্টোবর ১৯৫৯
ক্রীড়া | |
ক্রীড়া | সাঁতার |
তিনি ১৯৮৭ সালে ভারতে অনুষ্ঠিত গেমসে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের জন্য প্রথম সোনা জেতেন।[১][২] তিনি ১৯৮৮ সালের অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্টোকে অংশ নেন।[৩][৪]
বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন ঢাকা শহরে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব (৮ জানুয়ারি ২০১৬)। "সাঁতারে নেই আশার কূল!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩।
- ↑ "প্রস্তুতির ঘাটতিতে সাঁতারে নেই প্রতিশ্রুতি"। bdnews24.com। ১৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২০।
- ↑ ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Bazlur Mohamed Rahman Olympic Results"। Sports-Reference.com এ অলিম্পিক। স্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "১৯৭২ থেকে ২০২০: অলিম্পিকে বাংলাদেশ"।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |