বচ

উদ্ভিদের প্রজাতি

বচ (ইংরেজি: sweet flag, বৈজ্ঞানিক নাম: Acorus calamus[]) জলাভূমিতে জন্ম নেয়া এক ধরনের উদ্ভিদ বিশেষ। বচ বহুবর্ষজীবী কন্দমূলীয় স্বল্প কন্দ। এর কাণ্ড মাটির নীচে থাকে। পাতা অনেকটা ধানপাতার মতো সবুজ, পাতা মাটির উপরে উর্ধ্বমুখী হয়ে থাকে। কন্দ থেকে পাতাগুলি চারিদিকে ঘুরে ঘুরে না গজিয়ে বিপরীতমুখী হয়ে গজিয়ে চ্যাপ্টা আকার ধারণ করে। তবে পাতা লোমযুক্ত বা ধারালো নয়, অপেক্ষাকৃত মসৃণ। মাটির নিচে গন্ধযুক্ত কন্দ বিস্তার লাভ করে। এটি স্থূল ও গাঁট (node) বহুল। ফুল স্প্যাডিক্স ধারণের এবং ৫–১০ সে. মি. লম্বা পুষ্পদণ্ডে হালকা সবুজ রঙের ছোট ছোট ফুল ফোটে। বর্ষাকালে ফুল ও পরে ফল হয়। ফল হালকা হলুদ বর্ণের। ভারতের পশ্চিমবঙ্গের বচকে একসময় ব্যবহার উপযোগী মুখ্য মশলা হিসেবে ধরা হত। চট্টগ্রামপার্বত্য চট্টগ্রামের নীচু ও জলা/আর্দ্র এলাকায় এটি দেখা যায়।

Common Sweet Flag
বচ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
শ্রেণীবিহীন: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণীবিহীন: Monocots
বর্গ: Acorales
পরিবার: Araceae
গণ: Acorus
প্রজাতি: A. calamus
দ্বিপদী নাম
Acorus calamus
L.
পুষ্পবিন্যাস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sylvan T. Runkel, Alvin F. Bull (২০০৯) [1979]। Wildflowers of Iowa Woodlands। Iowa City, Iowa: University of Iowa Press। পৃষ্ঠা 119। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১