বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ

বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ ১৯২৫ সালে ২০শে ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে এক কনভেনশনের মাধ্যমে গঠিত হয়।[১] যার প্রথম সভাপ‍‌তি নির্বাচিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সম্পাদক ছিলেন সুশীল কুমার ঘোষ।

বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ দ্বারা প্রকাশিত বঙ্গীয় গ্রন্থাগার পঞ্জী অনুযায়ী অবিভক্ত বাংলায় ১৯ শতকে ৮৬ টি সর্বজনীন গ্রন্থাগার স্থাপিত হয়েছিল।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গ্রন্থাগার দিবসের ভাবনা"। গণশক্তি। ২০১১-০১-০৩। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "~::West Bengal Public Library Network ::~"। Wbpublibnet.gov.in। ৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা