বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপাধি।
নামকরণসম্পাদনা
১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৩শে ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্রাওয়ার্দী উদ্যান) শেখ মুজিবের সম্মানে আয়োজিত সম্মেলনে লক্ষ মানুষের উপস্থিতিতে তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধি প্রদান করেন।[১][২][৩]
বিকৃতিসম্পাদনা
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ২০ আগস্ট তাকে শেখ মুজিব হত্যার প্রতিবাদের কারণে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মেজর আ ল ম ফজলুর রহমান তাকে শারীরিক নির্যাতন করতে থাকা অবস্থায় তিরস্কারস্বরূপ বঙ্গবন্ধু শব্দটিকে বিকৃত করে ব্যবহার করেন।[৪]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "'বঙ্গবন্ধু' উপাধি পান শেখ মুজিবুর রহমান"। বাংলানিউজ২৪ (ফিচার)। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০।
- ↑ রহিম, এনায়েতুর; রহিম, জয়েস এল, সম্পাদকগণ (২০১৩)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স: ইউকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, ডি-ক্ল্যাসিফায়েড ডকুমেন্টস, ১৯৬২–১৯৭১। হাক্কানী পাবলিশার্স।
- ↑ আহসান, সৈয়দ বদরুল (১৮ জুন ২০০৮)। "Agartala Conspiracy Case forty years on" [আগরতলা ষড়যন্ত্র মামলার চল্লিশ বছর]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
- ↑ চুপ্পু, মো সাহাবুদ্দিন (১৫ আগস্ট ২০২১)। "আমার দেখা বঙ্গবন্ধু"। বিডিনিউজ২৪। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২।