ফ্লাই ঢাকা এয়ারলাইন্স

ফ্লাই ঢাকা এয়ারলাইন্স বা ফ্লাই ঢাকা হলো বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।[২] এয়ারলাইনটি নভেম্বর ২০২৪ থেকে কার্যক্রম শুরু করতে চলেছে।

ফ্লাই ঢাকা এয়ারলাইন্স
কার্যক্রম শুরুনভেম্বর ২০২৪; ৭ মাস সময় (2024-11)
হাব
প্রধান কার্যালয়লেভেল-৫, বাড়ি নং: ০১, রোড নং ০৪, বনানী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট থানা, ঢাকা-১২১৩, বাংলাদেশ
গুরুত্বপূর্ণ ব্যক্তি

ইতিহাস সম্পাদনা

এয়ারলাইন্সটি পূর্বে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেলেও ২০২২ সালের সেপ্টেম্বরে সেটির মেয়াদ শেষ হয়ে যায়।[৩] বর্তমানে এয়ারলাইন্সটি পুনরায় এওসি অর্জনের জন্য অপেক্ষা করছে।

গন্তব্যস্থল সম্পাদনা

এয়ারলাইনটি নিয়ম অনুসারে আন্তর্জাতিক ফ্লাইট অফার করার আগে কমপক্ষে এক বছর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে।[৪]

দেশ শহর বিমানবন্দর মন্তব্য তথ্যসূত্র
  বাংলাদেশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হাব [৫]

বিমানবহর সম্পাদনা

ফ্লাই ঢাকা প্রথমে অভ্যন্তরীণভাবে এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ দিয়ে বিমান পরিচালনা করবে। তারপরে, এয়ারলাইনটি তার বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য এয়ারবাস এবং বোয়িং এয়ারক্রাফ্টগুলি অধিগ্রহণের মাধ্যমে তাদের ফ্লিট লাইনআপ প্রসারিত করার পরিকল্পনা করছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নতুন উদ্দীপনায় আসছে ফ্লাই ঢাকা"www.unb.com.bd। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪ 
  2. "Fly Dhaka Airlines Ltd."flydhakaairlines.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬ 
  3. "আলোর মুখ দেখছে না এয়ারলাইন্স 'ফ্লাই ঢাকা'!"বার্তা২৪ (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪ 
  4. "নভেম্বরে উড়তে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪ 
  5. "Fly Dhaka Airline Profile | CAPA"centreforaviation.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬